Ajker Patrika

আলালের নামে মামলা কুশপুত্তলিকা দাহ

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৫৫
আলালের নামে মামলা কুশপুত্তলিকা দাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ মিছিল শেষে কুশপুত্তলিকা দাহ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই দিন বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির হোসেন বাদী হয়ে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল করে। শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ করা হয়। সমাবেশ শেষে মোয়াজ্জেম হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

অভিযোগ রয়েছে, গত ১ অক্টোবর বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী নাগরিক সমাজ ‘বাংলাদেশ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক’ আলোচনা সভার আয়োজন করে। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জঘন্য, নোংরা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন এই বিএনপি নেতা। ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনায় সংক্ষুব্ধ হয়ে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মানহানি ও বৈদেশিক সম্পর্ক বিনষ্টের অভিযোগে বৃহস্পতিবার সকালে মামলার আবেদন করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম দুপুরে মামলাটি আমলে নিয়ে আসামি মোয়াজ্জেম হোসেন আলালকে ২০ জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী সম্পর্কে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির কাছে আহ্বান, এমন একজন কুরুচিপূর্ণ ব্যক্তিকে দল থেকে সরিয়ে দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত