Ajker Patrika

সৌদিতে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত ১০

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০০: ০৪
সৌদিতে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত ১০

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরের বাদশাহ আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন (মানুষবিহীন বিমান) হামলায় তিন বাংলাদেশিসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। গত শুক্রবার শেষ রাতে এবং গতকাল শনিবার সকালে পৃথক দুটি ড্রোন হামলায় তাঁরা আহত হন।

রয়টার্স জানায়, আহত ব্যক্তিদের ছয়জন সৌদি, তিনজন বাংলাদেশি এবং একজন সুদানের নাগরিক। হামলায় বিমানবন্দরের প্রবেশমুখের কিছু জানালা ভেঙে গেছে। তবে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গত বুধবার দেশটির আসির প্রদেশের রাজধানী আবাহ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন আঘাত হানার আগেই তা জব্দ করা হয়। তবে এ সময় চারজন আহত হন। অন্যদিকে গত ৩১ আগস্ট একই বিমানবন্দরে আরেকটি ড্রোন হামলায় অন্তত আটজন আহত হন, ধ্বংস হয় একটি বেসামরিক উড়োজাহাজ।

পার্শ্ববর্তী ইয়েমেনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ২০১৫ সালে যোগ দেয় সৌদি আরব। তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ্রাবুহ মনসুর হাদির অনুগত বাহিনীকে সমর্থন দেয়। অপরদিকে ইরানের সহায়তাপুষ্ট হুতি বিদ্রোহীরা তাদের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ শুরু করে। হুতিদের চরম দমন-নিপীড়ন করে সৌদি-সমর্থিত সামরিক জোট। জবাবে হুতিরাও মাঝে মাঝে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত