Ajker Patrika

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ২৫
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন

সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দোয়ারাবাজার, জগন্নাথপুর, ধর্মপাশা ও শাল্লায় এর কাজ শুরু হয়।

প্রতিনিধিদের পাঠানো তথ্যে:

জগন্নাথপুর: উপজেলার নলুয়ার হাওরে ফসল রক্ষা বেড়িবাঁধের একটি প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ, সংস্কার তদারক কমিটির আহ্বায়ক সাজেদুল ইসলাম।

পানি উন্নয়ন বোর্ডের মাঠ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী হাসান গাজী জানান, ২৮ প্রকল্পের মধ্যে ইতিমধ্যে ১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। বুধবার আমরা একটি প্রকল্পের কাজ শুরু করেছি। শিগগিরই সব প্রকল্প কমিটি গঠন করে কাজ শুরু করা হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা হবে।

দোয়ারাবাজার: উপজেলার সুরমার ইউনিয়নের কানলার হাওরে এর কাজ শুরু হয়। ২৩ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে ফোল্ডার-৩ এর ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন ইউএনও এবং উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি দেবাংশু কুমার সিংহ।

শাল্লা: হবিবপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের পাশে উদগল হাওরে এই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।

ধর্মপাশা: উপজেলার ধানকুনিয়া হাওরে ৫ নম্বর প্রকল্পের ফসল রক্ষা বাঁধের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত