Ajker Patrika

রাস্তা কাটা নিয়ে সংঘর্ষ, গোলাগুলি আহত ১৫

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১১: ৪৮
রাস্তা কাটা নিয়ে সংঘর্ষ, গোলাগুলি আহত ১৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলাচলের রাস্তা কাটার সময় বাধা দিতে গেলে সংঘর্ষ, গোলাগুলি, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।

গত শনিবার গভীর রাতে চরহাজারীর ৬ নম্বর ওয়ার্ডে ভাণ্ডরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি মোটরসাইকেল, রাস্তা কাটার কাজে ব্যবহৃত দুটি খননযন্ত্র জব্দ করেছে পুলিশ।

আহতরা হলেন আবু মাঝিরহাট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র শিশু শামীম (১২), সাইফুদ্দিন (৫০), আবদুল হালিম (৩৫), কামরুল হাসান (১৮), সাইফুল (২৮), মো. হানিফ (২৮), শাহীনসহ (২৭) অজ্ঞাতপরিচয় ১৫ জন নারী, পুরুষ ও শিশু। আশঙ্কাজনক অবস্থায় আহত শিশু শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বহিরাগত ও স্থানীয় ৩০-৪০ জন সন্ত্রাসী ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা ওই বাড়ির শত বছরের পুরোনো চলাচলের রাস্তা দুটি খনন যন্ত্র দিয়ে উপড়ে ফেলছিল। বাড়ির লোকজন টের পেয়ে আশপাশের লোকজনসহ বাধা দিলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত ইমরান হোসেন (৩০), নুর মোহাম্মদ (২২), জসিম উদ্দিন (৩২) ও রেজাউল হককে (৩৫) গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় রোববার সকালে সাইফুদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ১০ জনের নাম উল্লেখসহ ১৮-২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত