ময়মনসিংহ প্রতিনিধি
কারচুপির অভিযোগ এনে তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এক প্রার্থী ও তাঁর সমর্থকেরা। এতে প্রায় এক ঘণ্টা যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ করেন ওই প্রার্থী।
ডৌহাখলা ইউপিতে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী শহীদুল হক সরকার বলেন, ‘গত রোববার ডৌহাখলা ইউপির তিনটি কেন্দ্র রোজ বিদ্যা নিকেতন, তাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার এজেন্টদের বের করে দেওয়া হয়। দিনভর জাল ভোট দেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ূম। এতে সহযোগিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন এবং ইউএনও হাসান মারুফ।’
শহীদুল হক আরও বলেন, ‘এর ফলে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত রোজ বিদ্যা নিকেতন কেন্দ্রে ঘোড়া প্রতীক পায় দুই হাজার ২২৮ ভোট। আর নৌকা প্রতীক পায় ২৮১ ভোট। তাতকুড়া বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া পায় এক হাজার ৮৯৪ ভোট এবং নৌকা পায় ২৩৪ ভোট। আর কলতাপাড়ায় ঘোড়া প্রতীক পায় এক হাজার ৬৯১ ভোট এবং নৌকা প্রতীক পায় ৩২০ ভোট।’
আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, ‘উপজেলা পরিষদে প্রথমে নৌকাকে বিজয় ঘোষণা করা হয়। পরে ঘোড়া প্রতীকের প্রার্থী এম এ কাইয়ূমের অস্ত্রের কাছে জিম্মি হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফলাফলে স্বাক্ষর করে তাঁকে বিজয়ী করতে বাধ্য হন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলাও করেছেন।’
মানববন্ধনে অংশ নেওয়া আরিফুল ইসলাম বলেন, ‘ডৌহাখলা ইউপি নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত। শহীদুল হক বর্তমান চেয়ারম্যান। মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয়। স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ূমের টাকার কাছে আমরা হেরে গেছি। এর সুরাহা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
জানা গেছে, নির্বাচনের পরদিন গ্রেপ্তার হন নবনির্বাচিত চেয়ারম্যান এম এ কাইয়ূম। তবে গতকাল বুধবার তিনি জামিন পেলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী এমকে সুপার পরিবহনের যাত্রী রাশেদুল ইসলাম বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে ছিলাম। নির্বাচনকে কেন্দ্র করে মহাসড়কে এমন যানজট সৃষ্টি করা কাম্য নয়। আমার মতো শত শত মানুষ ভোগান্তিতে পড়েছিল।’
গৌরীপুর থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, ‘মানববন্ধনে বেশি লোক জড়ো হওয়ায় যান চলাচলে বাধাগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে ঘণ্টা খানেকের মধ্যে গাড়ি চলাচল শুরু হয়।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, ‘নৌকার প্রার্থীকে আগে বিজয়ী ঘোষণা করার কথাটি সত্য নয়। স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ূম তাঁর ওপর হামলা করে রেজাল্ট শিটে স্বাক্ষর করতে বাধ্য করে। তবে নয় কেন্দ্রের ফলাফলে কাইয়ূমই বিজয়ী হন। হামলা ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার জন্য কাইয়ূমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, ‘বেসরকারি ফলাফলে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার বিষয়টি সত্য নয়। ভুল বোঝাবুঝি থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। সেখানে প্যাঁচ লাগাতে চেয়েছিল একটি পক্ষ।’ এ সময় তিনি নির্বাচনে শুধু নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানান।
কারচুপির অভিযোগ এনে তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এক প্রার্থী ও তাঁর সমর্থকেরা। এতে প্রায় এক ঘণ্টা যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ করেন ওই প্রার্থী।
ডৌহাখলা ইউপিতে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী শহীদুল হক সরকার বলেন, ‘গত রোববার ডৌহাখলা ইউপির তিনটি কেন্দ্র রোজ বিদ্যা নিকেতন, তাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার এজেন্টদের বের করে দেওয়া হয়। দিনভর জাল ভোট দেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ূম। এতে সহযোগিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন এবং ইউএনও হাসান মারুফ।’
শহীদুল হক আরও বলেন, ‘এর ফলে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত রোজ বিদ্যা নিকেতন কেন্দ্রে ঘোড়া প্রতীক পায় দুই হাজার ২২৮ ভোট। আর নৌকা প্রতীক পায় ২৮১ ভোট। তাতকুড়া বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া পায় এক হাজার ৮৯৪ ভোট এবং নৌকা পায় ২৩৪ ভোট। আর কলতাপাড়ায় ঘোড়া প্রতীক পায় এক হাজার ৬৯১ ভোট এবং নৌকা প্রতীক পায় ৩২০ ভোট।’
আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, ‘উপজেলা পরিষদে প্রথমে নৌকাকে বিজয় ঘোষণা করা হয়। পরে ঘোড়া প্রতীকের প্রার্থী এম এ কাইয়ূমের অস্ত্রের কাছে জিম্মি হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফলাফলে স্বাক্ষর করে তাঁকে বিজয়ী করতে বাধ্য হন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলাও করেছেন।’
মানববন্ধনে অংশ নেওয়া আরিফুল ইসলাম বলেন, ‘ডৌহাখলা ইউপি নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত। শহীদুল হক বর্তমান চেয়ারম্যান। মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয়। স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ূমের টাকার কাছে আমরা হেরে গেছি। এর সুরাহা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
জানা গেছে, নির্বাচনের পরদিন গ্রেপ্তার হন নবনির্বাচিত চেয়ারম্যান এম এ কাইয়ূম। তবে গতকাল বুধবার তিনি জামিন পেলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী এমকে সুপার পরিবহনের যাত্রী রাশেদুল ইসলাম বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে ছিলাম। নির্বাচনকে কেন্দ্র করে মহাসড়কে এমন যানজট সৃষ্টি করা কাম্য নয়। আমার মতো শত শত মানুষ ভোগান্তিতে পড়েছিল।’
গৌরীপুর থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, ‘মানববন্ধনে বেশি লোক জড়ো হওয়ায় যান চলাচলে বাধাগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে ঘণ্টা খানেকের মধ্যে গাড়ি চলাচল শুরু হয়।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, ‘নৌকার প্রার্থীকে আগে বিজয়ী ঘোষণা করার কথাটি সত্য নয়। স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ূম তাঁর ওপর হামলা করে রেজাল্ট শিটে স্বাক্ষর করতে বাধ্য করে। তবে নয় কেন্দ্রের ফলাফলে কাইয়ূমই বিজয়ী হন। হামলা ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার জন্য কাইয়ূমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, ‘বেসরকারি ফলাফলে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার বিষয়টি সত্য নয়। ভুল বোঝাবুঝি থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। সেখানে প্যাঁচ লাগাতে চেয়েছিল একটি পক্ষ।’ এ সময় তিনি নির্বাচনে শুধু নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪