Ajker Patrika

‘কাফন জড়ানো হয় আতঙ্ক সৃষ্টির জন্য’

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ০৫
‘কাফন জড়ানো হয় আতঙ্ক সৃষ্টির জন্য’

ভোলার বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপিতে) স্বতন্ত্র প্রার্থী শরীরে কাফন জড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাগর হাওলাদার এ দাবি করেন।

গত মঙ্গলবার রাতে পক্ষিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাগর হাওলাদার বলেন, ‘পক্ষিয়া ইউনিয়নের জনগণ শান্তিপূর্ণ একটি জনপদে বছরের পর বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সরদার পক্ষিয়ায় অরাজকতা সৃষ্টি করছেন এবং নির্বাচনকে বানচাল করার জন্য প্রতীক বরাদ্দের দিনে গায়ে কাফন জড়িয়ে বোরহানউদ্দিন পৌরসভা, নির্বাচন অফিস পর্যন্ত মিছিল-মিটিং করে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছেন যাতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

তিনি আরও জানান, ‘একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, যার ভেতর মনুষ্যত্ব আছে, তিনি এ কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না।’ এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সরদারের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সরদার যে কাজটি করেছেন তা নির্বাচনী আচরণবিধি বহির্ভূত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত