Ajker Patrika

রপ্তানি বাণিজ্যে সাফল্য পাচ্ছে বাগদা চিংড়ি

খুলনা প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৭: ৪১
রপ্তানি বাণিজ্যে সাফল্য পাচ্ছে বাগদা চিংড়ি

অবশেষে রপ্তানি বাণিজ্যে ‘ব্ল্যাক টাইগার’খ্যাত বাগদা চিংড়ির জিওগ্রাফিক্যাল ইনডিকেটর বা জিআই সনদ পেতে যাচ্ছে বাংলাদেশ। এই সনদ পাওয়ার আবেদনের ক্ষেত্রে অন্য কোনো দেশ আপত্তি না দেওয়ায় এ সাফল্য আসছে। জিআই সনদ পেলে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ে বাংলাদেশের বাগদা চিংড়ি বৈদেশিক ক্রেতার কাছে গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, তেমনি পণ্যমূল্যও ৩০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে।

চিংড়িচাষি ও রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশির দশক থেকে দেশে বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি উৎপাদন ও রপ্তানি হয়ে আসছে, কিন্তু জিআই সনদ না থাকায় এই পণ্যের ওপর বাংলাদেশের একক অধিকার প্রতিষ্ঠা হয়নি। আন্তর্জাতিক ব্র্যান্ডিং না থাকায় রপ্তানিকারকেরা কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রার্জন থেকে বঞ্চিত হয়েছেন। ফলে ভারত, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশ দখল করছে বিদেশের বাজার।

এ অবস্থায় বিশ্ববাজারে বাগদা চিংড়িকে বাংলাদেশের বিশেষায়িত পণ্য হিসেবে তুলে ধরতে জিআই সনদের জন্য ২০১৭ সালে মৎস্য অধিদপ্তর আবেদন করে। সরকারের পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস বিভাগ গেজেট ও আন্তর্জাতিক জার্নালে চলতি বছরের ৬ অক্টোবর বিষয়টি প্রকাশ করে। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর এ ক্ষেত্রে কেউ আপত্তি না করলে প্রথম আবেদনকারীর জিআই সনদ মিলবে।

যেহেতু ৬ ডিসেম্বর আপত্তি প্রদানের শেষ সময় ছিল। তবে এই সময়ের মধ্যে কেউ আবেদন বা আপত্তি জানায়নি। তাই এর একক দাবিদার বাংলাদেশ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, সুইজারল্যান্ডে অবস্থিত ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন জিআই সনদের চূড়ান্ত অনুমোদন দেয়। এখন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

সনদের পর এই সেক্টর যেমন ঘুরে দাঁড়াবে, তেমনি ব্যাপক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অপর দিকে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) এস হুমায়ুন কবির বাগদা চিংড়ির জিআই সনদপ্রাপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য দপ্তর, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত