Ajker Patrika

তাসকিনের মন ভালো নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাসকিনের মন ভালো নেই

লক্ষ্য যখন আকাশ ছোঁয়া, পথটা তখন দুরূহ হবে। বারবার এই বাস্তবতার মুখোমুখিই হতে হচ্ছে তাসকিন আহমেদকে। গত তিন বছরে নিজেকে একেবারেই বদলে ফেলেছেন এই পেসার। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে। যখনই তাসকিন ডানা মেলে উড়তে চান, তখনই কেন যেন পেছন থেকে টেনে ধরে চোট।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) চোটে ছিটকে গেছেন তাসকিন। অথচ টুর্নামেন্টে স্থানীয় পেসারদের মধ্যে তিনি ছিলেন একেবারেই ভিন্ন। ৯ ইনিংসে নিয়েছিলেন ১০ উইকেট। বাকিদের তুলনায় ইকোনমি রেটেও (৬.০২) দারুণ এগিয়ে ছিলেন।

ঢাকা ডমিনেটরস ভালো করতে না পারলেও তাসকিনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কমই। এবারের বিপিএলে পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগারও তাঁর। খুলনার বিপক্ষে ৩.৩ ওভারে ৯ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। যখন নিজেকে আরও ওপরে নিয়ে যাওয়ার সুযোগ তাসকিনের, তখনই আবারও সেই পুরোনো শত্রু পেয়ে বসল তাঁকে। সিলেট পর্বে রংপুরের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বিপিএলে ঢাকার শেষ দিকের ম্যাচগুলো আর খেলতে পারছেন না তিনি।

বারবার চোটে পড়াটা স্বাভাবিকভাবেই নিয়েছেন তাসকিন। গতকাল আজকের পত্রিকাকে বলছিলেন, ‘অনেক সময় আমাদের টানা খেলা থাকে। বলও জোরে জোরে করতে হয়, ধীরে করলে তো হবে না। তাই চোটে পড়ি। চোটে পড়ার ঝুঁকিও বেশি থাকে।’

বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, বিপিএলে পাওয়া তাসকিনের চোট বেশ গুরুতর নয়। তিনি বলেছেন, ‘এই চোটে সাধারণত সেরে উঠতে সপ্তাহখানেক লাগে। এক সপ্তাহ হয়ে গেছে। আমরা ওকে এখন খেলা বন্ধ রাখতে বলেছি। রিহ্যাবের পরামর্শ দিয়েছি। সপ্তাহখানেক লাগবে সেরে উঠতে।’

চিকিৎসক-ফিজিওর পরামর্শ মেনে তাসকিন সে পথেই হাঁটছেন। বললেন, ‘চোটে পড়ায় মন ভালো নেই। ঢাকার হয়ে শেষ ম্যাচে খেলা হবে না, তবে মাঠে আসব।৭-৮ দিন লাগবে সেরে উঠতে। আশা করি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে কোনো সমস্যা হবে না।’

চোটের সঙ্গে তাসকিনের আরেকটি কারণে মন খারাপ হতে পারে। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও কখনো বিপিএলের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাঁর। এবারও সে স্বপ্নটা অপূর্ণই রইল তাসকিনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত