Ajker Patrika

লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি তাঁরা

ভোলা প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২: ৫৭
লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি তাঁরা

দৌলতখান উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক নারী ভোট দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকেও নিজের ভোট নিজে দিতে পারেননি দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কহিনুর বেগম (২৫)। তিনি বলেন, ‘উত্তর জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শেখ রাসেল মেমোরিয়াল বিদ্যালয় অ্যান্ড বঙ্গবন্ধু কলেজের ভোট কেন্দ্রে সকাল থেকে দাঁড়িয়ে থেকে দুপুর ১টার সময় বুথে গেছি ভোট দিতে। তখন স্যার বলছেন, আমি রাইট আছি, আমার ছবি-নাম-ঠিকানা সব ঠিক আছে। কিন্তু আমার ভোট অন্য একজন দিয়ে দিছে।’ তিনি বলেন, ‘গত বছর বাড়িত থাইকাই হুনছি মাইনসের ভোট নাকি দিয়া দেয়। কেন্দ্রে যাওন লাগে না। এইবার আইছিলাম ভোট দিতে তাও পারলাম না।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোলাম মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি। আমরা কেউই এই এলাকার নই। কেউ জাল ভোট দিলে আমাদের চিহ্নিত করার সুযোগ নেই। এটা প্রার্থীর এজেন্টরা চিহ্নিত করে আমাদের কাছে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত