Ajker Patrika

মণ্ডপে হামলার ঘটনায় আরও এক মামলা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২: ৫৭
মণ্ডপে হামলার ঘটনায় আরও এক মামলা

কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পূজামণ্ডপে হামলার ঘটনায় এবার মণ্ডপ কমিটির পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম। তিনি বলেন, ১৩ অক্টোবর নানুয়া দিঘির উত্তর পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনা ও পরবর্তীতে সহিংসতার অভিযোগে মঙ্গলবার রাতে পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তরুণ কান্তি মদন মিথুন নামে এক ব্যক্তি বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে ধর্মীয় অবমাননার অভিযোগে দায়ের করা মামলাটি বুধবার দুপুরে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সিআইডি-কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, ৭ দিনের রিমান্ডে থাকা ইকবাল হোসেন, ৯৯৯-এ পুলিশকে ফোন করা ইকরাম এবং দারোগাবাড়ি মাজারের সহকারী খাদেম হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

সিআইডি-কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, ‘বুধবার দুপুরের দিকে কোতোয়ালি মডেল থানা-পুলিশ এ মামলাটির ডকেট বুঝিয়ে দিয়েছে। মামলাটি স্পর্শকাতর। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত