Ajker Patrika

বাদ পড়লেন বিতর্কিতরা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১: ০৯
বাদ পড়লেন বিতর্কিতরা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলার ২১ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ নাম ঘোষণা করা হয়।

এতে সদর ও রামু উপজেলার ৯ জন বর্তমান চেয়ারম্যান বাদ পড়েছেন। দলীয় সূত্র জানা গেছে, গত নির্বাচনে বিদ্রোহী, অজনপ্রিয় ও বিতর্কিত প্রার্থীরা মনোনয়ন পাননি। বাদ পড়া ৯ জনের মধ্যে ৮ জনই রামু উপজেলার। রামু উপজেলার ১১ ইউনিয়নে মাত্র ৩ জন বর্তমান চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন। এদিকে মিঠাছড়ি ইউনিয়নে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খোদেসতা বেগম রীনা।

কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ভারুয়াখালীতে কামাল উদ্দিন, চৌফলদণ্ডীতে মুজিবুর রহমান, ঝিলংজায় টিপু সুলতান, খুরুশকুলে মো. শাহজাহান ছিদ্দিকী ও পিএমখালীতে সিরাজুল মোস্তফা। খুরুশকুলে বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন বাদ পড়েছেন।

রামু উপজেলার চাকমারকুলে নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুলে নুরুল হক, গর্জনিয়ায় মুজিবুর রহমান, ঈদগড়ে নুরুল আলম, জোয়ারিয়ানালায় কামাল সামশুদ্দীন আহমদ, কচ্ছপিয়ায় নুরুল আমিন, খুনিয়া পালংয়ে আবদুল মাবুদ, কাউয়ারখোপে ওসমান সরওয়ার মামুন, রশিদনগরে মো. মোয়াজ্জম মোর্শেদ, রাজারকুলে সরওয়ার কামাল ও দক্ষিণ মিঠাছড়িতে খোদেসতা বেগম রীনা।

এখানে চাকমারকুলে নুরুল ইসলাম সিকাদার, খুনিয়া পালংয়ে আবদুল মাবুদ ও জোয়ারিয়ানালায় কামাল সামসুদ্দিন আহমদ ছাড়া সবাই নতুন মুখ।

উখিয়া উপজেলায় হলদিয়াপালং ইউনিয়নে মো. শাহ আলম, জালিয়াপালংয়ে এস এম ছৈয়দ আলম, রাজাপালংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী, রত্নাপাংলয়ে নুরুল হুদা ও পালংখালীতে আবুল মনজুর। এখানে হলদিয়াপালং ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, নানাভাবে যাচাই-বাছাই ও বিভিন্ন সংস্থার প্রতিবেদন দেখে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিয়েছেন। এলাকায় জনপ্রিয়, যাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ও দলের জন্য ত্যাগী, তাঁদের মূল্যায়ন করা হয়েছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, দল যাঁদের মনোনয়ন দিয়েছে, তাঁদের পক্ষে সবাই কাজ করবেন। কোথাও এর ব্যত্যয় ঘটলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ৩ উপজেলার ২১ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সাক্ষাৎকার দিয়েছিলেন ৯৮ জন প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত