Ajker Patrika

কোথায় থামবেন ‘দানব’ হালান্ড

কোথায় থামবেন ‘দানব’ হালান্ড

পেশাদার ফুটবলে পা রাখার আগেই আলো ছড়িয়েছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটিতে এসে দ্যুতি আরও বেশি ছড়িয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। ক্লাবে যোগ দিয়েই গোলের ক্ষুধা যেন তীব্র হয়েছে তাঁর। আর এতে হালান্ডকে আর ঠিক ‘মানব’ মনে হচ্ছে না অনেকের কাছে! বিশেষণ হিসেবে অ্যালান শিয়েরার ও মারিও গোমেজ ব্যবহার করছেন ‘বিস্ট’, ‘মনস্টার’ বা ‘দানবে’র মতো শব্দ।

নিয়মিত রেকর্ড বই উলট পালট করে চলেছেন হালান্ড। গত পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন তিনি। প্রিমিয়ার লিগের যুগে এক মৌসুমে সব মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। এ মৌসুমে এখনো কমপক্ষে ১৫ ম্যাচ বাকি থাকায় ৪৫ গোলের সংখ্যাটা যে এখানেই থামছে না, না বললেও চলে। ৪৪ গোলের রেকর্ডটি ছিল যৌথভাবে রুড ফন নিস্টলরয় ও মোহামেদ সালাহর। শুধু গোলেই নন, ম্যাচের দিক থেকেও দুজনকে ছাড়িয়েছেন হালান্ড। তাঁদের ৫২ বিপরীতে মাত্র ৩৯ ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন তিনি। সঙ্গে লিগের ১২তম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৩০ গোল করেছেন সিটি স্ট্রাইকার। ৩৪ গোলে এখনো যৌথভাবে শীর্ষে অ্যান্ডি কোল ও প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা শিয়েরার।

Capture১৫ ম্যাচ বাকি থাকায় ডিক্সি ডিনের ৬৩ গোলের রেকর্ডকে পাখির চোখ করতেই পারেন হালান্ড। প্রিমিয়ার লিগ নামে টুর্নামেন্ট শুরুর আগে ১৯২৭-২৮ মৌসুমে এভারটনের হয়ে রেকর্ডটি গড়েছিলেন ডিন। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ গোলের রেকর্ড লিওনেল মেসির। আর দল যদি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে সুযোগ পায় তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোর টুর্নামেন্ট সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডও ভেঙে দিতে পারেন হালান্ড।

নিজেদের মাঠ ইতিহাদে শুধু গোলই করেননি হালান্ড সতীর্থ বার্নাদো সিলভাকে দিয়ে একটি গোলও করিয়েছেন। দুজনের গোলের আগে সিটিজেনদের আনন্দ ভাসান রদ্রি। শেষ আটের প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করেছে সিটিজেনরা। ইংলিশ ক্লাবের সঙ্গে বেনফিকার বিপক্ষে ২-০ গোলের জয়ে নিজেদের পথটাও সহজ করেছে ইন্টার মিলান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত