Ajker Patrika

‘সন্ত্রাসমুক্ত করতে জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন’

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৩
‘সন্ত্রাসমুক্ত করতে জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন’

সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের সাব জোন কমান্ডার ক্যাপ্টেন এএফএম জুলকার নাঈন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে সন্ত্রাস ও অপরাধীমুক্ত করার মাধ্যমেই এ অঞ্চলে শান্তি বিরাজ করবে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। সন্ত্রাস ও অপরাধী কর্মকাণ্ড নির্মূলে সেনাবাহিনীর কাজে জনপ্রতিনিধিদের সহযোগিতা করা প্রয়োজন। তাহলে সন্ত্রাসমুক্ত হবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল।

গতকাল রোববার দুপুরে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের ডলুপাড়া সাব জোনে আয়োজিত স্থানীয় ইউপি চেয়ারম্যান-সদস্য এবং হেডম্যান-কার্বারীদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন জুলকার নাঈন এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডলুপাড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজেদুর রহমান, ২ নম্বর কুহালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মংপু মারমাসহ ওয়ার্ড মেম্বার এবং কুহালং ইউনিয়নের সকল মৌজা প্রধান হেডম্যান ও পাড়া প্রধান কার্বারীগণ।

প্রধান অতিথি বলেন, বান্দরবান সম্প্রীতির একটি জেলা হিসেবে পরিচিত। নানা বর্ণ ও ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করেন। বর্তমানে দেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রায়ই সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা, প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনাগ্রহ এবং নিজেদের অসচেতনতা দায়ী। তাই সবাইকে সন্ত্রাস দমন, শিক্ষার প্রতি আগ্রহী এবং সচেতন হয়ে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে।

এ সময় ক্যাপ্টেন জুলকার নাঈন পার্বত্যাঞ্চলকে সুখী সমৃদ্ধিশালী এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদারি অঞ্চল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। তিনি সন্ত্রাসীদের সন্ত্রাসের পথ ছেড়ে সুশিক্ষার ছায়াতলে এসে সমাজকে আলোকিত করার মাধ্যমে সমাজে শান্তি ও সমৃদ্ধির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা বলেন, সেনাবাহিনী দেশ ও দশের জন্য কাজ করছেন। পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর যে কোনো কর্মকাণ্ডে জনপ্রতিনিধিরা সহযোগিতা প্রদান করে দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এ নিয়ে নিতে কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত