সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার, মৌলভীবাজারের জুড়ী এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। আওয়ামী লীগ মনোনীত, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের কারণে নানা শঙ্কা থাকলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে উৎসব মুখর পরিবেশে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।
ছাতক: উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখলকে কেন্দ্র করে ৪০ থেকে ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। কেন্দ্র দখল করলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মো. অদুদ আলম ও আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো. আশরাফুল আলম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন আহত হন।
শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আজাদ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্রের সামনে দুই পক্ষের সংঘর্ষে হলে আমি তাৎক্ষণিক ভোট গ্রহণ বন্ধ করে দেই।’
অন্যদিকে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোয়ারাবাজার: উপজেলায় পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। উপজেলার নরসিংহপুর ইউনিয়নের বালিউরা ভোট কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্য প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের বাইরে ইউপি সদস্য প্রার্থী আব্দুল হাকিম ও মতিউরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, ভোট কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে পুনরায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়।
আজমিরীগঞ্জ: শঙ্কা থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি ইউপিতে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজমিরীগঞ্জ সদর, শিবপাশা ও জলসুখা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই নারী ভোটারদের ছিল দীর্ঘ লাইন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।
এদিকে, ভোট নিয়ে কোনো প্রার্থীরও ছিল না কোনো অভিযোগ। ভোটের পরিবেশ নিয়ে চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
যশকেশরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মতিউর রহমান বলেন, ‘এমন ভোট আর কখনো দেখিনি।’
উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় ও স্বতন্ত্র-বিদ্রোহীসহ চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১৬ জন। এর মধ্যে সদর ইউনিয়নে ৩, বদলপুর ইউনিয়নে ৩, জলসুখা ইউনিয়নে ৩, কাকাইলছেও ইউনিয়নে ২ ও শিবপাশা ইউনিয়নে ৫ জন প্রার্থী।
এ ছাড়া উপজেলার ৪৫টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৪ এবং ১৫টি সংরক্ষিত ওয়ার্ডে ৬০ জন প্রার্থী। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৪ হাজার ৯৯৪। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ৯ শত ১৯ এবং মহিলা ভোটার ৩৭ হাজার ৭৫।
জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাঁচটি ইউপিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। পাঁচটি ইউপিতে নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ২০২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে লড়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাফিজুর রহমান বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার, মৌলভীবাজারের জুড়ী এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। আওয়ামী লীগ মনোনীত, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের কারণে নানা শঙ্কা থাকলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে উৎসব মুখর পরিবেশে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।
ছাতক: উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখলকে কেন্দ্র করে ৪০ থেকে ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। কেন্দ্র দখল করলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মো. অদুদ আলম ও আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো. আশরাফুল আলম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন আহত হন।
শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আজাদ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্রের সামনে দুই পক্ষের সংঘর্ষে হলে আমি তাৎক্ষণিক ভোট গ্রহণ বন্ধ করে দেই।’
অন্যদিকে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোয়ারাবাজার: উপজেলায় পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। উপজেলার নরসিংহপুর ইউনিয়নের বালিউরা ভোট কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্য প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের বাইরে ইউপি সদস্য প্রার্থী আব্দুল হাকিম ও মতিউরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, ভোট কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে পুনরায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়।
আজমিরীগঞ্জ: শঙ্কা থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি ইউপিতে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজমিরীগঞ্জ সদর, শিবপাশা ও জলসুখা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই নারী ভোটারদের ছিল দীর্ঘ লাইন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।
এদিকে, ভোট নিয়ে কোনো প্রার্থীরও ছিল না কোনো অভিযোগ। ভোটের পরিবেশ নিয়ে চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
যশকেশরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মতিউর রহমান বলেন, ‘এমন ভোট আর কখনো দেখিনি।’
উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় ও স্বতন্ত্র-বিদ্রোহীসহ চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১৬ জন। এর মধ্যে সদর ইউনিয়নে ৩, বদলপুর ইউনিয়নে ৩, জলসুখা ইউনিয়নে ৩, কাকাইলছেও ইউনিয়নে ২ ও শিবপাশা ইউনিয়নে ৫ জন প্রার্থী।
এ ছাড়া উপজেলার ৪৫টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৪ এবং ১৫টি সংরক্ষিত ওয়ার্ডে ৬০ জন প্রার্থী। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৪ হাজার ৯৯৪। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ৯ শত ১৯ এবং মহিলা ভোটার ৩৭ হাজার ৭৫।
জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাঁচটি ইউপিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। পাঁচটি ইউপিতে নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ২০২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে লড়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাফিজুর রহমান বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫