Ajker Patrika

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে নেতাদের অসন্তোষ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৭
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে নেতাদের অসন্তোষ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা শাখার ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক আবদুল হাই ও সদস্যসচিব কামরুজ্জামান রতনের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কুদ্দুস ধীরনকে আহ্বায়ক ও আলী আনসার মোল্লাকে সদস্যসচিব হিসেবে ঘোষণা করা হয়। তবে নতুন আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির একাধিক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।

আহ্বায়ক কমিটির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার মাহমুদুর রহমান কুট্টি বলেন, ‘হঠাৎ করেই আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এখানে ত্যাগী, নির্যাতিত ও যোগ্য নেতারা পদ পাননি।’

কমিটির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ বলেন, ‘সবাইকে নিয়ে কমিটি করলে ভালো হত। এই আহ্বায়ক কমিটিতে অনেক ত্যাগী নেতা স্থান পাননি। পূর্ণাঙ্গ কমিটি করার সময় যেন সবাই থাকেন, সেটাই চাওয়া।’

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবদুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘পদের আশা তো সবাই করেন। আপাতত আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। তবে মূল কমিটি দেওয়ার সময় সবকিছু বিবেচনা করে কমিটি দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত