Ajker Patrika

১৯ জানুয়ারি আসছে সাইমন সাদিকের ‘শেষ বাজি’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০: ১৩
১৯ জানুয়ারি আসছে সাইমন সাদিকের ‘শেষ বাজি’

থ্রিলার ঘরানার গল্পে মেহেদী হাসান নির্মাণ করেছেন ‘শেষ বাজি’। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। গত মাসে সেন্সর সার্টিফিকেট পাওয়া সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ জানুয়ারি। এমনটাই জানালেন সিনেমার নির্মাতা মেহেদী হাসান। আগামীকাল প্রকাশ করা হবে সিনেমার ফার্স্ট লুক।

এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। শেষ বাজি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। আজকের পত্রিকাকে সাইমন বলেন, ‘শেষ বাজি সিনেমা নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেখানে লিখেছিলাম, আমার সবচেয়ে কম সময়ের এবং সেন্সর বোর্ডে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া সিনেমার ছাড়পত্র এটা। সত্যিই তাই। এ কারণে এক্সাইটমেন্টের কোনো কমতি নেই আমার। জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাচ্ছে শেষ বাজি। আশা করি, দর্শক হল থেকে মুগ্ধতা নিয়ে বের হবে।’

সিনেমার গল্প নিয়ে সাইমন বলেন, ‘গল্পটাই এই সিনেমার মূল আকর্ষণ। গল্পে নির্দিষ্ট কোনো নায়ক-নায়িকা নেই। সব চরিত্রই গুরুত্বপূর্ণ; যেমনটা দর্শক এখন দেখতে চায়। গতানুগতিক প্রেমের বাইরের একটা গল্প। প্রেমের কোনো সংলাপও নেই। এমনকি কোনো ফাইটিং দৃশ্যও নেই। কিন্তু টান টান উত্তেজনা আছে, দর্শক ধরে রাখার শক্তি আছে গল্পে। এতে আমি একজন জুয়াড়ি। তবে কেন আমি জুয়াড়ি হলাম, তা নিয়ে একটি গল্প আছে।’

সাইমন আরও জানান, আগামীকাল ফার্স্ট লুক প্রকাশের মধ্য দিয়ে শুরু হচ্ছে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা। পর্যায়ক্রমে প্রকাশ পাবে গান, টিজার ও ট্রেলার। শেষ বাজি সিনেমায় সাইমনের বিপরীতে আছেন শিরিন শিলা। আরও অভিনয় করেছেন মাহমুদুল হাসান মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম প্রমুখ। গত জুনে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং। শেষ বাজি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত