Ajker Patrika

দুই করাতকল মালিককে জরিমানা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ৪৭
দুই করাতকল মালিককে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তার পাশে গাছের গুঁড়ি রাখায় দুই করাতকল মালিককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের পাগলারমুখ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের এই টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এবং সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর পাগলারমুখ এলাকায় কয়েকটি করাতকলের সামনের ঝিনাইগাতী-শেরপুর সড়কের পাশেই বিপদ জনকভাবে গাছের গুঁড়ি রাখা হচ্ছিল। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাস্তা যানজটমুক্ত রাখা ও দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই করাতকল মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। অভিযানকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত