Ajker Patrika

হঠাৎ পরিবহণ ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৮: ৩৯
হঠাৎ পরিবহণ ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা

ডিজেল ও কেরোসিনের মূল্য কমানোর দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করেছে যাত্রীবাহী বাস ও পণ্য পরিবহন মালিক সমিতি। গত বৃহস্পতিবার রাতে এ ধর্মঘটের আহ্বান করা হয়। পরিবহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো খবর:

পটুয়াখালী: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘোষণা ছাড়াই সারা দেশে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক–শ্রমিকেরা। গতকাল শুক্রবার সকাল থেকে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে বাস দেখা যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটায় আসা পর্যটকেরা। তবে বাস মালিক–শ্রমিকেরা বলছেন, হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়লেও ভাড়া সমন্বয় করা হয়নি। ভাড়া বাড়ানো না হলে তারা রাস্তায় বাস নামাবেন না।

বরগুনা: জ্বালানি তেলের দাম বাড়ায় বরগুনার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে যাত্রীবাহী বাস, মিনিবাস ও পিকআপসহ ডিজেলচালিত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আমতলী: হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন মালিকেরা। অপর দিকে পটুয়াখালীর পায়রা সেতুতে টোল ভাড়া বাড়িয়েছে সেতু কর্তৃপক্ষ। তেলের দাম ও টোল ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাস ও পণ্য পরিবহন মালিক সমিতি ধর্মঘটের ডাক দেয়।

পিরোজপুর: তেলের দাম কমানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে অংশ নিয়েছে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ট্যাংকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল ভোর থেকে পিরোজপুরের সঙ্গে দেশের ১৮টি রুটে বাস–ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

কাউখালী: সরকার গাড়ি ভাড়া সমন্বয় না করে ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে ঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ করে দিয়েছে বাস মালিক-শ্রমিকেরা। ফলে কাউখালীর আমড়াজুড়ি ও বেকুটিয়া ফেরিঘাটে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত