Ajker Patrika

মুলাদীতে ফোন কলেই মিলছে ইলিশ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৯: ৫৯
মুলাদীতে ফোন কলেই মিলছে ইলিশ

মুলাদীতে জেলেদের ফোন দিলেই মিলছে ইলিশ। ক্রেতাদের কাছে মাছ পৌঁছে দিচ্ছেন তারা।

জানা গেছে, ইলিশ ধরার নিষিদ্ধ ঘোষণার পর থেকে জেলেরা নানান কৌশলে মাছ ধরে যাচ্ছেন। নৌকার অস্থায়ী ইঞ্জিন বসিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছেন। এ তালিকাভুক্ত জেলেদের পাশাপাশি মৌসুমি জেলেরা যুক্ত হওয়ায় নদীতে শত শত নৌকায় মাছ শিকার করতে দেখা যায়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানায়, নিষিদ্ধ মৌসুমে জেলেদের প্রণোদনায় চাল সহায়তা দেওয়াসহ বিভিন্ন সহযোগিতা করা হয়। কিন্তু মুলাদী উপজেলার জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে জয়ন্তী, আড়িয়াল খাঁ ও নয়াভাঙনী নদীতে ইলিশ শিকার করছেন।

মৃধারহাট এলাকার জানে আলম জানান, ফোন দিলেই জেলেরা বাড়িতে মাছ পৌঁছে দেন। কিন্তু দাম একটু বেশি। তবে প্রশাসনের হাতে ধরা পড়ার ভয়ে অনেকেই এই পন্থা অবলম্বন করেন। এ ছাড়া মৃধারহাট, ভেদুরিয়া লঞ্চঘাট, চরমলিয়া মনির মল্লিকের আড়ত এলাকা, সফিপুর সোহেল সরদারের মাছের আড়ত এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইলিশ বিক্রি হয়।

চরমালিয়া গ্রামের কালাম দেওয়ান জানান, চরাঞ্চলের প্রত্যেক জেলের বাড়িতে ডিপফ্রিজ রয়েছে। এসব ফ্রিজ ভর্তি রয়েছে ইলিশে।

সফিপুর এলাকার জেলে জাকির হোসেন জানান, পুলিশের ট্রলারের মাঝির সঙ্গে অনেক জেলের সখ্য রয়েছে। তারা মুঠো ফোনে জেলেদের কাছে অভিযানের কথা বলে দেয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, মুঠোফোনে ইলিশ ক্রয় বিক্রয় হলে তা ধরা অনেক কঠিন। প্রকাশ্যে কোথাও ইলিশ বিক্রির সংবাদ এখনো পাননি। এ ছাড়া ট্রলার চলকদের সঙ্গে জেলেদের সখ্যর বিষয়টি জানা নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত