Ajker Patrika

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল লিগ শুরু

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩: ৪৮
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল লিগ শুরু

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লিগের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগের আয়োজন করে।

শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম ও এসএসসি ৯৫ ফাউন্ডেশনের সভাপতি ডা. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, এনডিসি মো. মিজানুর রহমান, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।

উদ্বোধনী দিনের খেলায় নির্ধারিত ৮০ মিনিটে রাইজিং স্পোর্টিং ক্লাব উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৬-১ গোলে পরাজিত করে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

উল্লেখ্য, এই লিগে ১৬টি দল অংশ নিচ্ছে। লিগের স্পনসর হিসেবে রয়েছে জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত