Ajker Patrika

অস্বচ্ছ ব্যাংকিংয়ে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১: ৪৪
অস্বচ্ছ ব্যাংকিংয়ে জেল-জরিমানা

ব্যাংকে লেনদেনের সময় মিথ্যা তথ্য দিলে জেল-জরিমানার বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ব্যাংকে পেমেন্ট ও সেটেলমেন্ট নিয়ে কোনো আইন ছিল না, কিছু রেগুলেশন দিয়ে পরিচালিত হতো। বর্তমান অবস্থায় ডিজিটাল লেনদেন হওয়ার কারণে নতুন আইন করা হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি এই আইনে থাকছে না। কারণ ক্রিপ্টোকারেন্সি কোনো কারেন্সি না। ওটা কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদিত কোনো ট্রানজেকশনও না।

খসড়া আইনে বিভিন্ন অপরাধের জন্য সাজা নির্ধারণ করে দেওয়া হয়েছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংক, কোম্পানির মাধ্যমে গৃহীত বা সংগঠিত অপরাধের ক্ষেত্রে ওই কোম্পানির মালিক, পরিচালক, কোম্পানির প্রধান নির্বাহী, ব্যবস্থাপক, সচিব বা অন্য কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকলে তাঁদের বাংলাদেশ ব্যাংক পদ থেকে অপসারণ করতে পারবে। কেউ বরখাস্ত হওয়ার পরও লেনদেন করলে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হবেন।

এই আইনের বিধান লঙ্ঘন করলে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, মিথ্যা তথ্য, দলিল বা বিবৃতি দিলে অনধিক ৩ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নগদ, বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।

নতুন বাণিজ্য সংগঠন আইন আসছে : বিদেশি ব্যবসায়ীদের নিয়ে দেশে যৌথ বাণিজ্য সংগঠন তৈরি ও সব জেলায় মহিলা চেম্বার গঠনের সুযোগ রেখে নতুন বাণিজ্য সংগঠন আইন করছে সরকার। এজন্য ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২১’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাণিজ্য সংগঠনে নারী উদ্যোক্তাদের লাইসেন্সের মাধ্যমে আইনি ভিত্তির বিধান রাখা হয়েছে। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এরূপ কোনো দেশ বা অঞ্চলে ব্যবসা, শিল্প বা বাণিজ্য ও সেবা খাতে প্রতিনিধিত্ব করার জন্য যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং একাধিক যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে গঠিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের বিধান রাখা হয়েছে।

এই আইন পাস হলে বিদেশি ব্যবসায়ীরাও এ দেশে জয়েন্ট চেম্বার করতে পারবেন জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, নারীদের জন্য আলাদা চেম্বারের ব্যবস্থা রাখা হয়েছে। তাঁরা মূল চেম্বারের সদস্য হতে পারবেন কিন্তু শুধু নারী উদ্যোক্তাদের সংগঠিত করার জন্য আলাদা চেম্বার করতে পারবেন। মহিলা চেম্বারের যাঁরা নেতৃত্বে থাকবেন যেমন সভাপতি বা সেক্রেটারি—তাঁরা মেইন চেম্বার বোর্ডের সদস্য থাকবেন। এখন ৩৪টি জেলায় মহিলা চেম্বার আছে।

ডি-৮ দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানি শুল্ক কমছে : ডি-৮ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় জোটভুক্ত আটটি দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমে ১০ শতাংশ হচ্ছে। এজন্য ডি-৮ প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের (পিটিএ) আওতায় অন্য সদস্য দেশগুলোর শুল্ক ছাড় দেওয়ার পণ্য তালিকা ও সার্টিফিকেট অব অরিজিন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত