Ajker Patrika

উপাচার্য ও মেরুদণ্ড

সম্পাদকীয়
উপাচার্য ও মেরুদণ্ড

শিক্ষায়তনগুলোর কী হলো? উপাচার্য হয়ে দায়িত্ব পালন করার সময় তাঁদের কেউ কেউ কেন যে অযথা বিতর্কে জড়িয়ে পড়ছেন, সেটা বুঝে ওঠা কঠিন। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো উপাচার্য কখনো কখনো এমন সব কাজ করছেন, যাতে তাঁরা মেরুদণ্ডী প্রাণী কি না, সে প্রশ্ন উঠছে। তাঁরা যেন দলীয় উপাচার্য হিসেবে তাঁদের দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যা ঘটালেন, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। তাঁর কার্যকালের শেষ দিনে তিনি দৈনিক ভিত্তিতে নিয়োগ দিয়েছেন ২০ থেকে ২৫ জনকে। নিয়োগ দিয়েছেন বটে, কিন্তু কোনো নিয়োগপত্র দেননি এবং তাঁরা কী কাজ করবেন, সেটাও স্পষ্ট নয়। বলা হচ্ছে, তাঁদের কর্মস্থল হবে বিশ্ববিদ্যালয়ের সব জায়গায়; অর্থাৎ উদ্দেশ্যহীন এক নিয়োগের ব্যবস্থা। এ রকম নিয়োগ একজন বিদায়ী উপাচার্য দিতে পারেন না। সিন্ডিকেটের একাধিক সদস্য বলেছেন, এটা একেবারেই অবৈধ।

বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান। এটি কারও নিজস্ব সম্পত্তি নয়, সুতরাং নিয়ম মেনেই নিয়োগ দিতে হবে। নিজের খেয়ালখুশিমতো কাউকে নিয়োগ দেওয়া যাবে না। একজন শিক্ষিত মানুষ হয়ে উপাচার্য সে কথা জানেন না, সেটা হতে পারে না। স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন, নিয়োগ বিষয়টি আসলে উপাচার্যের একার কাজ নয়। কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান জনবল এবং সরকার অনুমোদিত জনবল কত, সেটা জেনে নিয়ে তারপর লোক নিয়োগ করতে হয়। সেটা করতে হয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যথাযথ সিলেকশন বোর্ডের মাধ্যমে। বিদায়ী উপাচার্য কি এই প্রক্রিয়াগুলো আদৌ সম্পন্ন করেছিলেন?

একটা সময় ছিল যখন উপাচার্যরা তাঁদের সততার নজির রেখেছেন। কারও কথায় চলেননি। এখনো কি একইভাবে তাঁরা তাঁদের কাজ করতে পারেন? দলীয় লেবাস ছাড়া এখন কি আর উপাচার্য নিয়োগ হতে পারে?

যাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন, তাঁদের মেরুদণ্ড থাকবে—এটাই প্রত্যাশিত। কিন্তু দলবাজ না হলে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হবে না, সেটাই বাস্তবতা। এ জন্য শুধু আওয়ামী লীগ সরকারকে দায়ী করলে হবে না, বিএনপি বা জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, তখনো একই ‘পুতুল খেলা’ দেখেছি আমরা। উপাচার্য যে একটি প্রতিষ্ঠান, নানাভাবে তা বিভিন্ন সরকারের আমলে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। উপাচার্য যাঁরা হবেন, তাঁরাও বুঝে গেছেন সরকারের সঙ্গে একই সুরে গান গাইতে না পারলে কোরাস মিলবে না। আর কোরাস না মিললে, বেসুরো হলে বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হবে। কে আর সেই ঝুঁকি নিতে চায়?

যে নিয়োগ নিয়ে বিদায়ী উপাচার্য প্রশ্নবিদ্ধ হলেন, সেটা একজন উপাচার্যের জন্য খুবই লজ্জাকর এবং নাজুক একটি বিষয়। এ রকম অনৈতিক কাজে না জড়ালে কী এমন ক্ষতি হতো? প্রশাসনিক সচলতা আর শিক্ষার ভবিষ্যৎ—দুটোই দেখার দায়িত্ব রয়েছে উপাচার্যের। তিনি যদি সেই দায়িত্বগুলো পালনে ব্যর্থ হন, তাহলে আদতেই এ রকম পদে আসা উচিত নয় তাঁর। আমরা মেরুদণ্ডওয়ালা উপাচার্যদের দেখতে চাই বিশ্ববিদ্যালয় অঙ্গনে। তাঁবেদারির রেকর্ড যাঁদের থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত