Ajker Patrika

শোবিজের গল্প নিয়ে সিরিজ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০: ৫১
শোবিজের গল্প নিয়ে সিরিজ

নির্মাতা তানিম রহমান অংশু বানালেন ওয়েব সিরিজ ‘তীরন্দাজ’। ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য নির্মিত এই সিরিজে উঠে আসবে গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা বিষয়। দেখানো হবে শিল্পী-সাংবাদিকের মধ্যে সম্পর্কটাও। পরিচালক অংশু বলেন, ‘সিরিজটি বানিয়েছি মিডিয়ার মানুষদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রিও নতুন কিছু বার্তা পাবে। আমি দীর্ঘদিন মিডিয়ায় কাজ করছি, সেই অভিজ্ঞতা থেকেই গল্পটি লেখা।’

৫ পর্বের সিরিজ ‘তীরন্দাজ’-এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, খায়রুল বাশার, রোদসী, মীর রাব্বী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

অংশু বলেন, ‘ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন, প্রফেশনাল জেলাসি, স্বার্থপরতা—এসবই ঘটনা আকারে ওয়েব সিরিজে দেখা যাবে। যেমনটা চেয়েছিলাম অভিনয়শিল্পীরা সেটাই ফুটিয়ে তুলতে পেরেছেন। আমার বিশ্বাস, দর্শক কাজটি পছন্দ করবেন। এর মাধ্যমে সমাজও নতুন কিছু মেসেজ পাবে।’

এই নির্মাতা আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি দেওয়া হবে ‘তীরন্দাজ’। অংশু নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মূলত বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর খ্যাতি আসে মিউজিক ভিডিও নির্মাণ করে। তারপর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ন ডরাই’ দিয়েও বাজিমাত করেছিলেন এই নির্মাতা। চলচ্চিত্রটির জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত