Ajker Patrika

নবজাতককে নতুন পোশাক মায়ের জন্য ফুল

আপডেট : ২১ মার্চ ২০২২, ১৩: ০৯
নবজাতককে নতুন পোশাক  মায়ের জন্য ফুল

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সন্তান প্রসব করলে নবজাতককে নতুন পোশাক আর নবজাতকের মাকে ফুলের তোড়া উপহার দেওয়া হচ্ছে। সেটা স্বাভাবিক প্রসব হোক কিংবা অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে হোক। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার 
পর হাসপাতালে শয্যা আনলে হাসপাতাল কর্তৃপক্ষ উপহারসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন।

ক্লিনিক ছেড়ে গর্ভবতী নারীদের হাসপাতালমুখী করতে অভিনব এ কৌশল নিয়েছেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস। নিজ খরচে তিনি এ উপহারসামগ্রী দিচ্ছেন। এতে খুশি হচ্ছেন নবজাতকের স্বজনেরা।

ডা. তন্ময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে মনিরামপুরে যোগ দেন গত জানুয়ারির মাঝামাঝি সময়ে। এরপর হাসপাতালে জন্ম নেওয়া ১৪ নবজাতক ও তাদের মায়েদের শুভেচ্ছা উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ এ উপহার পেয়েছেন বিজয়রামপুর গ্রামের শামীমা খাতুন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডের ৫ নম্বর শয্যায় ভর্তি আছেন তিনি।

শামীমা খাতুন বলেন, ‘১৩ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছি। দুদিন পরেই সিজারের মাধ্যমে আমার কন্যা সন্তানের জন্ম হয়। আমি তৃতীয়বারের মতো মা হয়েছি। এরপর ডাক্তাররা এসে বাচ্চার জন্য নতুন পোশাক দিয়েছেন। আমারে এক তোড়া ফুল দিয়েছে। উপহার পেয়ে আমি খুশি।’

মনিরামপুর হাসপাতালে গাইনি ও অ্যানেসথেসিয়া (অজ্ঞান) চিকিৎসক নেই কয়েক বছর। চিকিৎসকের অভাবে করোনাকালীন এ হাসপাতালে মাসে একটা বা দুটো সিজার হয়েছে। কয়েক মাস আগে এখানে একজন অ্যানেসথেসিয়া (অজ্ঞান) চিকিৎসক যোগ দিলেও গাইনি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। কেশবপুর উপজেলা থেকে গাইনি চিকিৎসক আয়েশা আক্তার প্রেষণে এসে সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার মনিরামপুরে দায়িত্ব পালন করেন। রোগী থাকলে সপ্তাহে তিন দিন সিজার হয় এ হাসপাতালে। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা বন্দনা নন্দী বলেন, ‘অনেক বছর ধরে এখানে সিজার হয়, কিন্তু মা ও শিশুকে উপহার দিতে আগে কখনো দেখিনি। তন্ময় স্যার এটা চালু করেছেন। উদ্যোগটি খুবই ভালো। এতে হাসপাতালের প্রতি রোগীদের আগ্রহ বাড়বে।’

ডা. তন্ময় বিশ্বাস বলেন, ‘আমি মনিরামপুরে যোগ দেওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে ৬ জন ও স্বাভাবিকভাবে ৮ জন গর্ভবতী নারী সন্তান প্রসব করেছেন। হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক নবজাতক এবং মাকে আমি নিজস্ব উদ্যোগে উপহার দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত