Ajker Patrika

তিন জেলায় সংঘর্ষ আগুন ভাঙচুর, আহত ৪০

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৮: ৫২
তিন জেলায় সংঘর্ষ আগুন ভাঙচুর, আহত ৪০

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তিন জেলায়। ভোলা সদর, টাঙ্গাইলের ঘাটাইল ও পিরোজপুরের এসব ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লাল স্কুলসংলগ্ন এলাকায় বুধবার রাত ৯টার দিকে দুই সদস্য প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এতে নারীসহ দুই পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ৭ নম্বর ওয়ার্ডের লাল স্কুল এলাকায় টিউবওয়েল প্রতীকের সদস্য প্রার্থী নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী সিরাজ গোলদারের সমর্থকেরা নির্বাচনী মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় সিরাজ গোলদারের সমর্থকেরা নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ের পাশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে টিউবওয়েল প্রতীকের ২০ জন এবং বৈদ্যুতিক পাখা প্রতীকের ১০ জন আহত হন।

ঘাটাইলে সংঘর্ষ, আগুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন।

অভিযোগ ও স্থানীয়দের কাছে থেকে জানা যায়, বুধবার দিবাগত রাতে বিদ্রোহী প্রার্থী শহিদুল হক মিলনের কর্মীরা নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকার প্রার্থী মোহাম্মদ শরিফ হোসেনের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। নৌকার কর্মীরা এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় আহত হন চারজন।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শরীফ হোসেন তাঁর কর্মীদের নিয়ে বসে ছিলেন। ওই সময় পরিষদের সামনে দিয়ে আনারস প্রতীকের মিছিল যাচ্ছিল। এ সময় নৌকার প্রার্থী ও কর্মীদের দেখে আনারস প্রতীকের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা পূর্বের ঘটনার জের ধরে তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীরা এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

যুবলীগ নেতার ওপর হামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানীসাফা ইউনিয়নের আলগী বাজারসংলগ্ন মসজিদের সামনে বুধবার মিজানুর রহমান বিপ্লব (৪০) নামের এক যুবলীগ নেতার ওপর হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর হাতের কবজি অনেকটা কেটে ফেলা হয়। গুরুতর জখম বিপ্লবকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ রাতেই ফরিদ নামের একজনকে আটক করেছে।

বিপ্লব ধানীসাফা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদ তালুকদারের সমর্থক। তিনি ধানীসাফা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। অভিযোগ উঠেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকেরা বিপ্লবকে কুপিয়ে জখম করে বাঁ হাতের কবজির অনেকাংশ কেটে দিয়েছেন এবং ডান হাতের একটি আঙুল প্রায় বিচ্ছিন্ন। এ ছাড়া মাথা, পিঠ ও দুই হাতে ধারালো অস্ত্রের একাধিক জখম রয়েছে।

তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত