Ajker Patrika

অভিনয়ে গানের কানিজ

আপডেট : ১৪ মে ২০২২, ০৯: ১৭
অভিনয়ে গানের কানিজ

গতকাল ছিল পপ গায়িকা কানিজ সুবর্ণার জন্মদিন। এদিনে পাওয়া গেল চমক। জানা গেল, সিনেমায় অভিনয় করছেন তিনি। ২০০৬ সালে ঘর-সংসার নিয়ে ব্যস্ত হন এ গায়িকা। এরপর আর সেভাবে ফেরা হয়নি গানে। তবে, এবার তিনি যুক্ত হলেন অভিনয়ে; তা-ও আবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।

কানিজ জানান, সম্প্রতি তিনি অভিনয় করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘সুবর্ণ ভূমি’ সিনেমায়। এ সিনেমায় আরও অভিনয় করছেন ওমর সানী, দিলারা জামান, সজল প্রমুখ।

কানিজ বলেন, ‘যদিও আমার চরিত্রটি বেশ ছোট। কিন্তু কাজটি করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে। এক দিন শুটিং করেছি। বাকি শুটিং পরে হবে।’

অভিনয়ের পাশাপাশি গান নিয়েও নতুন করে ভাবছেন এ কণ্ঠশিল্পী। গান থেকে দীর্ঘ আড়াল প্রসঙ্গে কানিজ বলেন, ‘আমার দুটি সন্তান আছে। ওদের লালনপালনে যথেষ্ট সময় দিতে হয়। তাই গানে নিয়মিত হতে পারিনি। এখন গান নিয়ে নতুন করে ভাবছি।’

এ পর্যন্ত পাঁচটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে কানিজ সুবর্ণার। সর্বশেষ অ্যালবামের নাম ছিল ‘সোনার কাঠি, রুপার কাঠি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত