Ajker Patrika

বরের বাহন হেলিকপ্টার ভিড়ে হারাল স্বাস্থ্যবিধি

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৩৮
বরের বাহন হেলিকপ্টার  ভিড়ে হারাল স্বাস্থ্যবিধি

পরিবারের ইচ্ছে অনুযায়ী হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে রওনা হবেন বর। এ যাত্রা দেখতে উৎসুক লোকের ভিড় জমে যায় সকাল থেকেই। আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ আসেন হেলিকপ্টারটি এক নজর দেখতে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও সমবেত লোকজনকে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানতে।

এই বরের বাড়ি পুঠিয়ায়। আর কনের বাড়ি দিনাজপুরে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের হাড়োগাতি গ্রামের একটি ইটভাটায় ল্যান্ড করা হয় হেলিকপ্টারটি। ওই গ্রামের সাবেক নৌবাহিনী কর্মকর্তা ইসমাইল হোসেনের ছেলে ও ডিপ্লোমা প্রকৌশলী ইমরান হোসেনের বিয়ে। কনে দিনাজপুরের বিরামপুর উপজেলার এক সেনা কর্মকর্তার মেয়ে।

বরের বাবা ইসমাইল হোসেন বলেন, কনে আনতে ছেলে হেলিকপ্টার নিয়ে যাবেন, এমন ইচ্ছা ছিল তাঁর পরিবারের। সে ইচ্ছে পূরণে প্রায় ৩ লাখ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে করেই কনেকে নিয়ে ফেরার কথা।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘আমাদের গ্রামে তো দূরের কথা, আশপাশের কোনো গ্রামে কখনোই হেলিকপ্টার নামেনি। তাই হেলিকপ্টার দেখতে আজ সকাল থেকে ইটভাটা এলাকাজুড়ে শত শত উৎসুক মানুষ অপেক্ষা করেন। তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে দুপুরের দিকে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘একটি বিয়ের জন্য ওই গ্রামে হেলিকপ্টার ল্যান্ড করা হবে, এমন একটি আবেদন আমরা পেয়েছি। আর সে অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়েছি।’

এ বিষয়ে রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল ফজল বলেন, বর্তমানে করোনা সংক্রমণের হার বাড়ছে। সংক্রমণ রোধে সরকার নানা বিধিনিষেধ জারি করেছে। আর হেলিকপ্টারে বিয়ের আয়োজন করায় সেখানে হাজারো লোক সমাগম ঘটেছে। উৎসুক লোকজন কেউ স্বাস্থ্য বিধি মানেননি। ঘটনাস্থলে পুলিশ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মানাতে কেউ কোনো উদ্যোগও নেননি। বিষয়টি খুবই হতাশাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত