Ajker Patrika

ভোলায় প্রথম নওশীন

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৫০
ভোলায় প্রথম নওশীন

‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় ভোলা জেলায় প্রথম হয়েছেন চরফ্যাশনের নওশীন তাবাসসুম। সে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ হয়ে ‘খ’ গ্রুপ থেকে ভোলা জেলায় এককভাবে চূড়ান্তভাবে নির্বাচিত হন।

নওশীন তাবাসসুম চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম ও চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা বেগমের মেয়ে।

নওশীন তার জয়ের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহ জোগানোয় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, ইংরেজি বিষয়ের অধ্যাপক রাজিব মজুমদার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ও খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

জানা গেছে, ২১ ডিসেম্বর বরিশাল বিভাগে বিভাগীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তার পক্ষে (ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পরীক্ষা থাকায়) বরিশাল বিভাগীয় কমিশনারের কাছ থেকে বাবা মনিরুল ইসলাম পদক গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত