Ajker Patrika

সম্মাননা পাচ্ছেন ছয় গুণীজন

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ৫০
সম্মাননা পাচ্ছেন ছয় গুণীজন

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এ বছর ছয় গুণীজনকে সম্মাননা দিতে যাচ্ছে। এ উপলক্ষে ২৯ এপ্রিল, শুক্রবার বিকেল ৪টায় ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে ‘গুণীজন সম্মাননা ও ইফতার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে অভিনেতা ও নির্মাতা মাসুম আজিজ, তারিক আনাম খান, আফজাল হোসেন, গাজী রাকায়েত, জাহিদ হাসান ও নিয়াজ মাহবুবকে।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের যেসব সদস্য একুশে পদক, স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন, তাঁদের সম্মান জানাতেই ইফতার আয়োজনের পাশাপাশি প্রতিবছর এ অনুষ্ঠান করা হয়। এ বছর ছয়জনকে সম্মাননা দেবে ডিরেক্টরস গিল্ড।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনয়শিল্পী, নাট্যকার, নাট্য পরিচালক, নাট্য প্রযোজক, বিজ্ঞাপন নির্মাতা ও নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত