Ajker Patrika

রাঙামাটিতে শনাক্তের সংখ্যা শূন্য

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১২: ৫৮
রাঙামাটিতে শনাক্তের সংখ্যা শূন্য

রাঙামাটিতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। গত শনিবার রাতে পাওয়া সিভিল সার্জনের তথ্যমতে এদিন জেলায় মোট ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে কারোরই করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য শতাংশ। এর আগে বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ১ জন।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ২২১ জন। এদের মধ্যে থেকে মারা গেছেন ৩৪ জন। জেলায় করোনা সংক্রমণ হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

বর্তমানে পুরো জেলায় চিকিৎসাধীন করোনা পজিটিভ আছে ৩২ জন। এরা সবাই বাসায় চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৫৫ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ২ লাখ ২৬ হাজার ১৪ জন। রাঙামাটি করোনা ফোকাল পার্সন ডাক্তার মোস্তফা কামাল এ সমস্ত তথ্য নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত