Ajker Patrika

মৃত্যুর গুজবে বাড়িঘরে হামলা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০: ২৪
মৃত্যুর গুজবে বাড়িঘরে হামলা

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে গুলজার হোসেন নামের এক ইউপি সদস্যের মৃত্যুর গুজব ছড়িয়ে ২০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছ। গত বুধবার রাত ২টার দিকে রায়পুরার আমিরগঞ্জের নলবাটা গ্রামের কয়েকটি এলাকায় এক দল দুর্বৃত্ত এই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। গুলজার হোসেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (নলবাটা গ্রাম) ইউপি সদস্য। এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলজার হোসেনকে উপর্যুপরি কুপিয়ে আহত করা হয়। এখন তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নলবাটা গ্রামে আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে ইউপি সদস্য গুলজার হোসেনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে রবির দীর্ঘদিন বিরোধ চলছিল। এসব বিরোধের জেরে কিছুদিন পরপরই ওই গ্রামে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েন। গত বুধবার দুপুরে ইউপি সদস্য হিসেবে নির্ধারিত সম্মানী ভাতা উত্তোলন করার জন্য আমিরগঞ্জে গিয়েছিলেন গুলজার। সন্ধ্যায় ফেরার পথে খলাবাড়ির মোড়ে তাঁর মোটরসাইকেল আটকে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে রফিকুল ইসলাম রবির কয়েকজন কর্মী-সমর্থক। একপর্যায়ে তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে উপর্যুপরি কোপাতে থাকে তারা। পরে স্থানীয় লোকজন গুলজারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়। এরপর রাতেই তাঁকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত ২টার দিকে তাঁর কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে রফিকুল ইসলাম রবিসহ তাঁর পক্ষের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় ২০টি বাড়িঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া ৫টি বাড়িঘরে আগুন দেওয়া হয়।

এ নিয়ে ইউপি সদস্য গুলজার হোসেনের ভাতিজা কামাল হোসেন বলেন, সন্ধ্যায় মোটরসাইকেলে করে আমিরগঞ্জ থেকে ফেরার পথে রফিকুল ইসলাম রবির সঙ্গে দেখা হয়ে যায় গুলজারের। তাঁদের কথাবার্তা একপর্যায়ে কথা-কাটাকাটিতে পৌঁছায়। এরপরই রফিকুল ইসলাম রবির লোকজন গুলজারকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন।

অন্যদিকে রফিকুল ইসলাম রবি জানান, নলবাটা গ্রামে দেলোয়ার হোসেন নামের একজন লোক আছেন, যিনি কয়েক দফা এলাকার ইউপি সদস্য ছিলেন। আমি এবং গুলজার এক সময় তাঁরই লোক ছিলাম। তাঁরই পরামর্শে আমি এলাকায় বালুর ব্যবসা শুরু করি। তিনি এখন আমার পক্ষ ছেড়ে গুলজারের পক্ষ নেওয়ায় আমাদের দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। সকালে আমি দুবাই থেকে দেশে ফিরেছি। সন্ধ্যায় বাড়িতে যাওয়ার পথে আমাকে দেখে আমারই কিছু কর্মী-সমর্থক জড়ো হয়ে যায়। আমি তাঁদের সঙ্গে কথা বলছিলাম। ওই সময় গুলজার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তখন তিনি আমাকে বলেন, ‘এখনো তর রংবাজি শেষ হইছে না?’ এই নিয়েই ক্ষুব্ধ হয়ে আমার সমর্থকেরা তাঁকে কিছু কিল-ঘুষি মেরেছিল।

জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, আমিরগঞ্জের নলবাটায় বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যদিকে আহত ইউপি সদস্য গুলজার হোসেন এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত