Ajker Patrika

মৌলভীবাজারে শনাক্ত ৬

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০৮
মৌলভীবাজারে শনাক্ত ৬

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ছয়জন। ওই সময় নমুনা পরীক্ষা করা হয় ৬১টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো করোনা ও করোনা উপসর্গে আক্রান্ত রোগী মারা যাননি। গতকাল বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৬১ জনের নমুনা পরীক্ষা করেন। নমুনা পরীক্ষায় ছয়জন শনাক্ত হন।

নতুন শনাক্তদের মধ্যে তিনজন মৌলভীবাজার ও বাকি তিনজন শ্রীমঙ্গল উপজেলার।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৫১ জন। এ ছাড়া মারা গেছেন ৭২ জন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত