Ajker Patrika

রাজবাড়ী ও ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত

রাজবাড়ী ও গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৬
রাজবাড়ী ও ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাজবাড়ী ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। গত শনিবার রাতে রাজবাড়ী মুক্ত দিবস উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

শহীদ খুশী রেলওয়ে মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ১৩টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এ উদ্‌যাপন পরিষদ গঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।

এদিকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার ভাটিয়াপাড়া রেল স্টেশনের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পরে ভাটিয়াপাড়া স্কুল মাঠ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত