Ajker Patrika

মেয়র লোকমান হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ৪৭
মেয়র লোকমান হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পৌর মেয়র লোকমান হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার তাঁর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় বিভিন্ন কর্মসূচির। তা ছাড়া এ উপলক্ষে নরসিংদী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭৫টি স্থানে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

গতকাল সকালে পরিবারের পক্ষ থেকে নরসিংদী পৌর কবরস্থানে লোকমান হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, প্রয়াত মেয়র লোকমানের মা, সহধর্মিণী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলী, ছোট ভাই সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুলসহ স্বজনেরা। এ ছাড়া ফুল দিয়ে আরও শ্রদ্ধা জানান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা চিকিৎসক মিজানুর রহমান, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা চিকিৎসক সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত