Ajker Patrika

সতর্ক করলেন পূর্ণিমা

সতর্ক করলেন পূর্ণিমা

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নতুন কিছু নয়। তারকারা এ বিড়ম্বনায় একটু বেশি পড়েন। এবার এমনই এক পরিস্থিতির মুখে পড়েছেন অভিনেত্রী পূর্ণিমা। আর এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন তিনি। তবে ফেসবুক অ্যাকাউন্ট নয়, পূর্ণিমা সতর্ক করলেন তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরের জন্য। সম্প্রতি একটি প্রতারক চক্র পূর্ণিমার ছবি দিয়ে অচেনা ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে। সেই নম্বর থেকে কল ও মিসড কল দিচ্ছে অনেককে। সেই কল ব্যাক করতে গিয়েই প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন পূর্ণিমা। জানালেন, তিনি এই কল বা মিসড কলের সঙ্গে জড়িত নন।

গতকাল নিজের ফেসবুক আইডিতে বেশ কয়েকটি স্ক্রিনশট জুড়ে দিয়ে পূর্ণিমা লেখেন, ‘বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন, তারা বিভ্রান্ত না হয়ে এই সব নাম্বার থেকে ফোন করলে ব্লক করে দেবেন। আমার একটাই মোবাইল নাম্বার, আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না। মিসড কল তো দেই-ই না। কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। তাই, সবাইকে অনুরোধ করছি, এমন কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ এলে ইগনোর করবেন।’

পূর্ণিমার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, সেই নম্বর থেকে ম্যাকক্যান গ্লোবাল গ্রুপের অ্যানগি নামের একজন রিমোট জবের প্রস্তাব দিয়ে মেসেজ করেছে। এই চাকরির জন্য দেওয়া হবে প্রতিদিন ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। বিস্তারিত জানতে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত