Ajker Patrika

‘পুলিশকে তথ্য দিন, সেবা নিন’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৯
‘পুলিশকে তথ্য দিন, সেবা নিন’

‘আপনার পুলিশ, আপনার পাশে। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। তথ্য দিন সেবা নিন’ স্লোগানে ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানা-পুলিশ বিট পুলিশিং সভা করেছে। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর পাল পাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। এ ছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত জনগণের পুলিশ হিসেবে সাধারণকে মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়া করোনার সংক্রমণ প্রতিরোধে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত