নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষেধাজ্ঞা থাকার পরও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন কীভাবে দেশ ছেড়েছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জানাতে গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ। এর আগে গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গতকাল শুনানিতে আদালত দুদকের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘আসামি দেশত্যাগ করে চলে গেলেন আর আপনারা নীরব দর্শক হয়ে দেখছেন? যেখানে দুদক, বিএফআইইউ, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারপরও তিনি কীভাবে পালিয়ে যান? মামলা হয়েছে, নিষেধাজ্ঞা আছে, তদন্ত হচ্ছে, তারপরও কীভাবে তিনি দেশত্যাগ করলেন?’
তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমরা কাজ করছি।’ আদালত বলেন, ‘বুঝলাম তো আপনারা কাজ করছেন, তাহলে গেল কী করে? কী পদক্ষেপ নিলেন?’ দুদকের আইনজীবী বলেন, এটা নিয়ে অফিসের সঙ্গে কথা বলতে হবে। কথা না বলে কিছু বলতে পারব না।
আদালত বলেন, ‘অনেক কাজ করতেছেন, এটা তো মুখে বললেই হবে না। পালানো তো থামাতে পারছি না। আমরা যদি এখন এসব বিষয়ে লক্ষ না রাখি, তাহলে তো দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। আমরা চাই আমাদের অর্থনীতি ভালো থাকুক, দেশের উন্নয়ন হোক, মানুষ যাতে ডাল-ভাত আনন্দের সঙ্গে খেতে পারে। এভাবে টাকা যদি বাইরে চলে যায়, তাহলে দেশের মানুষ কীভাবে সুন্দর জীবনযাপন করবে? এগুলো আমাদের দেখতে হবে। এটা দেখা দুদকের প্রধান দায়িত্ব। জনগণের ঘাম ও শ্রমের টাকা, প্রবাসীরা কত কষ্ট করে রেমিট্যান্স পাঠাচ্ছে। সেই টাকা যদি এভাবে বিদেশে পাচার হয়ে যায়, এটা মারাত্মক বিষয়।’
নিষেধাজ্ঞা থাকার পরও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন কীভাবে দেশ ছেড়েছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জানাতে গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ। এর আগে গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গতকাল শুনানিতে আদালত দুদকের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘আসামি দেশত্যাগ করে চলে গেলেন আর আপনারা নীরব দর্শক হয়ে দেখছেন? যেখানে দুদক, বিএফআইইউ, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারপরও তিনি কীভাবে পালিয়ে যান? মামলা হয়েছে, নিষেধাজ্ঞা আছে, তদন্ত হচ্ছে, তারপরও কীভাবে তিনি দেশত্যাগ করলেন?’
তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমরা কাজ করছি।’ আদালত বলেন, ‘বুঝলাম তো আপনারা কাজ করছেন, তাহলে গেল কী করে? কী পদক্ষেপ নিলেন?’ দুদকের আইনজীবী বলেন, এটা নিয়ে অফিসের সঙ্গে কথা বলতে হবে। কথা না বলে কিছু বলতে পারব না।
আদালত বলেন, ‘অনেক কাজ করতেছেন, এটা তো মুখে বললেই হবে না। পালানো তো থামাতে পারছি না। আমরা যদি এখন এসব বিষয়ে লক্ষ না রাখি, তাহলে তো দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। আমরা চাই আমাদের অর্থনীতি ভালো থাকুক, দেশের উন্নয়ন হোক, মানুষ যাতে ডাল-ভাত আনন্দের সঙ্গে খেতে পারে। এভাবে টাকা যদি বাইরে চলে যায়, তাহলে দেশের মানুষ কীভাবে সুন্দর জীবনযাপন করবে? এগুলো আমাদের দেখতে হবে। এটা দেখা দুদকের প্রধান দায়িত্ব। জনগণের ঘাম ও শ্রমের টাকা, প্রবাসীরা কত কষ্ট করে রেমিট্যান্স পাঠাচ্ছে। সেই টাকা যদি এভাবে বিদেশে পাচার হয়ে যায়, এটা মারাত্মক বিষয়।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫