Ajker Patrika

ইউপি সচিবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ৫৮
ইউপি সচিবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

ফেনীর ফুলগাজী উপজেলার ৬ নম্বর জিএম হাট ইউনিয়ন পরিষদে (ইউপি) সেবা নিতে গিয়ে অনেকে ইউপি সচিবের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে জন্ম নিবন্ধন সনদ পেতে সময়ক্ষেপণের পাশাপাশি তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী উপজেলার পূর্ব বশিকপুর পাটোয়ারী বাড়ির মানিক বলেন, ‘জন্ম নিবন্ধনে একটি ভুল সংশোধনের জন্য আবেদন করেছি। এ জন্য ইউপি সচিব নুরুল করিম আমার থেকে ৫০০ টাকা নিয়েছেন। প্রথমে আবেদনের জন্য টাকা নিয়ে তিনি নিজেই ভুল করে আবার টাকা দাবি করেন।’

জিএম হাট ইউনিয়নের লক্ষ্মীপুর ৮ নম্বর ওয়ার্ডের মাস্টার বাড়ির সলিম হোসেন বলেন, ‘আমি একটি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য দিয়েছি। প্রায় দুই মাস পর সচিব একটি সংশোধনী পেপার দেখান। কিন্তু প্রিন্টের পর তাতে ভুল রয়ে যায়। পরে তিনি এ জন্য আবার টাকা দাবি করেন। তিনি এভাবে আমার কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা নিয়েছেন।’

জিএম হাটের এনায়েত উল্লাহ ভূঁইয়া বাড়ির আসাদ উল্লাহ জানান, সচিব সব সময় দাম্ভিকতার সঙ্গে কথা বলেন। কাউকে পাত্তা দেন না। সবার সঙ্গে যেনতেন ব্যবহার করেন। তাঁকে স্যার বলে সম্বোধন করতে হয়। তিনি টাকা ছাড়া কিছু বোঝেন না। মানুষকে হয়রানি করাই তাঁর কাজ।

এ বিষয়ে আমজাদহাট ইউনিয়নের বাসিন্দা ঢাকার ব্যবসায়ী মহিমুল ইসলাম বলেন, ‘জন্ম নিবন্ধন সংশোধনের জন্য গেলে তিনি আমার বোনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন। আমার বোনের কাছ থেকে তিনি ৫০০ টাকাও নিয়েছেন।’

এ বিষয়ে জিএম হাট ইউপি সচিব অভিযুক্ত নুরুল করিম বলেন, ‘অনেকে বাইরে থেকে আবেদন নিয়ে আসেন। কেউ কেউ এখানেও আবেদন করেন। আমি আসলে এত বেশি হয়রানি করি না। আবেদনের জন্য ১০০ টাকা করে নিই। এর বেশি নিই না। আর অন্য অভিযোগগুলো সত্য না।’

জিএম হাট ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক বলেন, ‘সচিবের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাঁর কথাবার্তা সুন্দর না। যে কারণে মানুষ অতিষ্ঠ। আর মানুষজন যেভাবে সেবা পায়, সেভাবে চলার জন্য তাঁকে অনেকবার বলেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, ‘ইউপি সচিবের বিরুদ্ধে মৌখিক অনেক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসকের কাছে সেসব পাঠিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত