Ajker Patrika

আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৪১
আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩

কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার বাগুলাট ইউনিয়নের বানিয়াপাড়া জামে এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহত ব্যক্তিরা হলেন ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আবদুল খালেক ব্যাপারী (৬৮), বানিয়াপাড়া গ্রামের আবদুল মতিন (৪৫), বাঁশগ্রামের মনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন।

এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক নবা গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও গেল ইউপি নির্বাচনের নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আলী হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে বিরোধ আরও তুঙ্গে উঠেছে। তারই জেরে গত বুধবার রাত আটটার দিকে দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়।

তবে নবা গ্রুপের সমর্থকেরা জানান, ‘তাঁরা ৯ নম্বর ওয়ার্ডে দলীয় সভা করে ফিরছিলেন। পথিমধ্যে বানিয়াপাড়া মসজিদের কাছে পৌঁছালে হোসেন গ্রুপের নেতা আলীসহ তাঁর সমর্থকেরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং সাগর নামের একজনকে জখম করা হয়।’

অপরদিকে আলী গ্রুপের সমর্থকেরা জানায়, ‘নবা গ্রুপ রাতে মিছিল করছিল। মিছিলে তাঁদের গ্রুপকে কটূক্তি করে স্লোগান দিচ্ছিল। প্রতিবাদ করায় প্রতিপক্ষরা তাঁদের ওপর হামলা চালায়। এতে খালেক ব্যাপারী ও আবদুল মতিন আহত হয়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।’

আওয়ামী লীগ নেতা ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন বলেন, ‘প্রতিপক্ষ মিথ্যা দোষারোপ করছে। রাতে নবা বিশ্বাসের ছেলে ও তাঁর সমর্থকেরা আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও নেতা-কর্মীদের মারপিট করে। আমার দুজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষ আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। রাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুলিশ কঠোর অবস্থানে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত