Ajker Patrika

শ্রীমঙ্গলের চা নিলামে শীর্ষে বিটি-২ স্পেশাল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ৪৯
শ্রীমঙ্গলের চা নিলামে শীর্ষে বিটি-২ স্পেশাল

শ্রীমঙ্গলের ১৫ তম চা নিলামে এবার সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে ব্ল্যাকটি ‘ডিএম ক্লোন বিটি-২ স্পেশাল’। নিলামে ৬১০ টাকা ভ্যাটসহ এর দাম উঠেছে ৭১৩ টাকা। এর খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে কেজিতে ১০০০ টাকা। গতকাল বুধবার শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রের নিলামে বিশেষ এ চা নিয়ে এসেছে হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগান।

নিজেদের উৎপাদিত ব্ল্যাকটির মধ্যে এ পর্যন্ত এটিই সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে উল্লেখ করে বৃন্দাবনপুর চা বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খান জানান, চা টির সাংকেতিক নাম ‘ডিএম সি বিটি টু এস’। বাংলাদেশ এবং ভারতে এ পর্যন্ত যে কয়টা চায়ের জাত আবিষ্কার হয়েছে এর মধ্যে বিটি-২ এর গুণগত মান সবচেয়ে ভালো।

চা টি নিলামে ওঠায় শ্রীমঙ্গল জালালাবাদ ব্রোকাস্ লিমিটেড। তা কিনে নেয় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের চা ব্যবসায়ী মাস্টার টি। গতকালের নিলামে মোট চা উঠেছে এক লাখ ৭৫ হাজার কেজি। এর মধ্যে বিক্রি হয়েছে প্রায় ৯০ হাজার কেজি।

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সূত্রে জানা যায়, ১৯৭৫ সালে বিটি-২ ক্লোন চা আবিষ্কার করেন তৎকালীন চা বিজ্ঞানী ড. হারাধন চক্রবর্তী। পরবর্তীতে এর কয়েকটি নতুন ধরন আবিষ্কৃত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত