Ajker Patrika

চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮: ২৩
চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুজ্জামানকে (৫০) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বিকেলে ইতনা-রাধানগর গ্রামের বুড়ো ঠাকুরের গাছতলায় এ ঘটনা ঘটে।

আহত মনিরুজ্জামান চরদৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতনা ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে মনিরুজ্জামান নিজে মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। ফাঁকা রাস্তায় তাঁর গতিরোধ করে তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ওপর এই হামলা হয়েছে। তাঁর মাথায় লাঠির আঘাত এবং পেটে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বলেন, আহত মনিরুজ্জামান কাউকে শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি্ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত