সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
বৈদ্যুতিক তার চুরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতাল অন্ধকারে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে জরুরি ও বহির্বিভাগে।
গত শুক্রবার রাত ৮টার পর তার চুরি হয়। এরপর থেকে পুরো হাসপাতাল অন্ধকারে। গতকাল শনিবার কোনো কোনো চিকিৎসক অন্ধকারের কারণে বেলা ১১টার আগেই রোগী দেখা বন্ধ করে চলে যান। এতে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ।
এ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনেরা। তাঁরা জানান, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। এর আগে মেশিনের তার চুরি হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এক্স-রে কার্যক্রম। আর বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটল চতুর্থবারের মতো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভৌগোলিক কারণে সৈয়দপুর হাসপাতালটি এ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এ উপজেলা ছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর, রংপুরের তারাগঞ্জের রোগীরাও চিকিৎসাসেবা নিতে আসেন এখানে।
কয়েকজন রোগী বলেন, শুক্রবার পুরো রাত অন্ধকারে কেটেছে। এখানে শুধু বৈদ্যুতিক তার চুরিই নয়, তাঁদের মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্রও চুরি হচ্ছে হরহামেশা।
গাইনি বিভাগে চিকিৎসাধীন আতিয়া পারভীন বলেন, জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে শুক্রবার বিকেলে এখানে ভর্তি করান। কিন্তু এই গরমে বিদ্যুৎ না থাকায় সারা রাত কষ্টে কেটেছে।
গতকাল দুপুরে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেন বলেন, ‘এতগুলো টাকা ভ্যানভাড়া দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলাম। কিন্তু এসে শুনি বিদ্যুৎ না থাকায় হাসপাতাল অন্ধকার। তাই আজ চিকিৎসকেরা রোগী দেখছেন না। চিকিৎসাসেবা না পেয়েই বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’
রবিউল ইসলাম নামের এক রোগী জানান, হাত কেটে যাওয়ায় তিনি জরুরি বিভাগে আসেন। সেখানে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তাঁকে সেলাই দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক সার্ভিস তার চুরি হওয়ায় গতকাল (শুক্রবার) রাত থেকে পুরো হাসপাতাল অন্ধকারে রয়েছে। চুরির বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি বিদ্যুৎ বিতরণ বিভাগকেও জানানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত বিদ্যুৎ সচল হবে।’
তবে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বৈদ্যুতিক তার চুরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতাল অন্ধকারে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে জরুরি ও বহির্বিভাগে।
গত শুক্রবার রাত ৮টার পর তার চুরি হয়। এরপর থেকে পুরো হাসপাতাল অন্ধকারে। গতকাল শনিবার কোনো কোনো চিকিৎসক অন্ধকারের কারণে বেলা ১১টার আগেই রোগী দেখা বন্ধ করে চলে যান। এতে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ।
এ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনেরা। তাঁরা জানান, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। এর আগে মেশিনের তার চুরি হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এক্স-রে কার্যক্রম। আর বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটল চতুর্থবারের মতো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভৌগোলিক কারণে সৈয়দপুর হাসপাতালটি এ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এ উপজেলা ছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর, রংপুরের তারাগঞ্জের রোগীরাও চিকিৎসাসেবা নিতে আসেন এখানে।
কয়েকজন রোগী বলেন, শুক্রবার পুরো রাত অন্ধকারে কেটেছে। এখানে শুধু বৈদ্যুতিক তার চুরিই নয়, তাঁদের মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্রও চুরি হচ্ছে হরহামেশা।
গাইনি বিভাগে চিকিৎসাধীন আতিয়া পারভীন বলেন, জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে শুক্রবার বিকেলে এখানে ভর্তি করান। কিন্তু এই গরমে বিদ্যুৎ না থাকায় সারা রাত কষ্টে কেটেছে।
গতকাল দুপুরে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেন বলেন, ‘এতগুলো টাকা ভ্যানভাড়া দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলাম। কিন্তু এসে শুনি বিদ্যুৎ না থাকায় হাসপাতাল অন্ধকার। তাই আজ চিকিৎসকেরা রোগী দেখছেন না। চিকিৎসাসেবা না পেয়েই বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’
রবিউল ইসলাম নামের এক রোগী জানান, হাত কেটে যাওয়ায় তিনি জরুরি বিভাগে আসেন। সেখানে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তাঁকে সেলাই দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক সার্ভিস তার চুরি হওয়ায় গতকাল (শুক্রবার) রাত থেকে পুরো হাসপাতাল অন্ধকারে রয়েছে। চুরির বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি বিদ্যুৎ বিতরণ বিভাগকেও জানানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত বিদ্যুৎ সচল হবে।’
তবে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫