Ajker Patrika

৫০ টাকার পান ১৫ টাকা

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ৫৯
৫০ টাকার পান ১৫ টাকা

করোনা ও অতিবৃষ্টির কারণে দাম কমে যাওয়ায় অভয়নগরে লোকসানে পড়েছেন পানচাষিরা। করোনার আগে যে পরিমাণ পান ৫০ টাকা দরে বিক্রি হতো এখন তা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। এ অবস্থায় পান বিক্রি করে খরচই উঠছে না বলে জানান চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অভয়নগরে পান চাষের জন্য অনুকূল পরিবেশ ও মাটির গুণাগুণ ভালো থাকায় এ উপজেলায় ২ হাজার ২০ জন পানচাষি রয়েছেন। উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে পান চাষাবাদ করে প্রায় ২৫ হাজার মেট্রিক টন পান উৎপাদন করা হয় প্রতি বছর।

উপজেলার শুভরাড়া, সিদ্ধিপাশা, শ্রীধরপুর, বাঘুটিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি পান উৎপাদন হয়। এর মধ্যে বাঘুটিয়া, শুভরাড়া, দিয়াপাড়া, ভাটপাড়া, পোতপাড়া, সিঙ্গাড়ী ও রাঙ্গারহাটে পানচাষি সবচেয়ে বেশি। এই গ্রামগুলোর অধিকাংশ মানুষ পান চাষের সঙ্গে জড়িত। এই অঞ্চলে সাধারণত ঝাল/সাচি পান সবচেয়ে বেশি হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এই পান যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত