Ajker Patrika

সড়কের পাশে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ১১
সড়কের পাশে  সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন

চাঁদপুর ফরিদগঞ্জে নিরাপদ সড়ক চাই শাখার (নিসচার) সদস্য আমান উল্লাহ খাঁন ফারাবীর উদ্দ্যোগে বিভিন্ন সড়কে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উপজেলার ৭ নম্বর ও ৮ নম্বর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এসব বিলবোর্ড স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর পাইকপাড় উত্তর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ মোশারফ পাটওয়ারী, ব্যবসায়ী ও সমাজ সেবক তসলিম উদ্দিন, প্রত্যয় পাঠাগারের পরিচালক মাছুম পাটওয়ারী, যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান তারেক, ইউছুফ বেপারী, তানজীল প্রমূখ।

এ সময় আমান উল্লাহ খাঁন বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠন বাংলাদেশে একটি বৃহত্তম সংগঠন। এ সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল সড়ক পথে সাধারণ মানুষের নিরাপদে চলাচল করাসহ যানবাহন চলাচলকারীরা সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি এ কথাটা স্বরণ করে দেওয়া।

এ জন্য ফরিদগঞ্জ উপজেলা ৭ নম্বর ও ৮ নম্বর পাইকপড়া উত্তর ইউনিয়নের মধ্যে জনগুরুত্বপূর্ণ সড়ক কড়ৈতলী চৌরাস্তা, পাটওয়ারী বাজার জামতলা সড়কে, চৌরঙ্গী রূপসা সড়ক ও কড়ৈতলী চৌরঙ্গী সড়কে এসব বিলবোর্ড স্থাপন করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যান চলাচল ধীরে চলার আহ্বানে বিলবোর্ড স্থাপন করা হয়।

এই বিলবোর্ড গুলোর মধ্যে সড়কে মোটরসাইকেল চালক, রিকশা চালক, অটো চালক, সিএনজি চালিত অটোরকিশা চালক, পিকআপ চালকসহ সকল ধরনের যান চলাচল কারীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সড়কে গাড়ী ধরী চালান, নিরাপদে বাড়ী ফিরেন’. কারণ আপনার জীবনের মূল্য আপনাকেই দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত