Ajker Patrika

ঋষির সঙ্গে নাটকে পড়শীর অভিনয়

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৯: ০৩
ঋষির সঙ্গে নাটকে পড়শীর অভিনয়

মেয়েটি একটুও স্থির নয়। সারা দিন এ-পাড়া ও-পাড়া ঘোরে। সন্ধ্যাবেলায় বেরিয়ে যায়। ফেরে গভীর রাতে গেট টপকে। দুষ্টুমি, হাঙ্গামা—সবকিছুতেই এগিয়ে সে। মেয়েটির নাম মারিয়া। লোকে বলে টমবয়। এমন চরিত্র হয়ে টিভি নাটকে দেখা দেবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী।

‘মারিয়া ওয়ান পিস’ নাটক দিয়ে গায়িকা থেকে নায়িকা হয়ে গেলেন পড়শী। নায়িকা তিনি আগেও হয়েছেন। শামীম আহমেদ রনীর পরিচালনায় ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করেছেন নাটকেও। তবে এবারই প্রথম কোনো নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলেন পড়শী।

সম্প্রতি রাজধানীর উত্তরা ও ইস্কাটনে দুই দিন ধরে ‘মারিয়া ওয়ান পিস’ নাটকের শুটিং হয়েছে। এতে তাঁর নায়ক হয়েছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’-এর মতো সিরিয়াল দিয়ে পরিচিত তিনি। বাংলাদেশের কিছু নাটকেও অভিনয় করেছেন ঋষি।

নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শীকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, কেমন অভিনয় করবেন! তবে প্রথম শট নেওয়ার পর থেকে আমার ধারণা বদলে যায়। পড়শীকে কোনোভাবেই পেশাদার অভিনেত্রীর চেয়ে কম মনে হয়নি। একটা দৃশ্য ছিল, রশি বেয়ে দোতলা থেকে নিচে নামতে হবে। সেটা করতে গিয়ে পড়শীর হাতে ফোসকা পড়ে যায়। তবুও ওই শটটি তিনি কয়েকবার দিয়েছেন। এতটাই ডেডিকেশন নিয়ে কাজ করেছেন।’

‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে এবারের ঈদে। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, মধু তালুকদার প্রমুখ। পড়শী বলেন, ‘অনেক দিন পর অভিনয় করলাম। কিছুটা টেনশন হচ্ছিল। কিন্তু সবার সহযোগিতায় কাজটি ভালোই হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত