Ajker Patrika

গৌরবের সুবর্ণজয়ন্তী শ্রদ্ধা ভালোবাসায় উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৫
গৌরবের সুবর্ণজয়ন্তী শ্রদ্ধা  ভালোবাসায় উদ্‌যাপন

মুক্তিযুদ্ধে শহীদ বীরদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্য দিয়ে কুমিল্লায় বিজয়ের ৫০ বছরপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউন হল প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ।

পরে একে একে বিভিন্ন সরকারি, আধা সরকারি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সময়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নগরীর নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে সকাল ৮টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, বিকেলে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নারী ও শিশুদের দেশীয় খেলাধুলা, বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শপথ পাঠে অংশগ্রহণ, সন্ধ্যায় নগরীর টাউন হলে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ফানুস উড়ানো, জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।

হোমনা উপজেলায় দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদের শহীদ মিনারে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী হয়।

এ দিন প্রশাসনের উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, হুমায়ূন কবির, এরশাদ হোসেন, আনোয়ারুল মুজাহিদীন প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বুড়িচংয়ে ভোর ৬টায় শহীদ মিনার ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।

চান্দিনায় বেলা ১১টায় একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোপাল দত্ত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এ এস এম শামসুল আরেফিন অতিথি ছিলেন।

দেবিদ্বারে সূর্যোদয়ের পরপরই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনের কূটনীতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত