Ajker Patrika

মেঘনা নামে হবে বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১১: ৫৮
মেঘনা নামে হবে বিভাগ

বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীকে নিয়ে নতুন বিভাগ হবে। এর নাম হবে মেঘনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি কুমিল্লা নামে দেব না। কারণ এই নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। সেই জন্য আমি দেব না।’

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘বিভাগের বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। দুইটা বিভাগ বানাব। দুইটা নদীর নামে। একটা পদ্মা, আরেকটা মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।’

এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘আপা আমি একটু বলতে চাই। কুমিল্লার নামে করেন।’

এ সময় উপস্থিত জেলার দলের সাংসদ ও নেতা-কর্মীরা হাত নেড়ে সমস্বরে প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কু নাম দেব না আমি। কুমিল্লা দেব না।’ এ সময় বাহার আবারও প্রধানমন্ত্রীর কাছে একই দাবি করেন।

শেখ হাসিনা বলেন, ‘না, আমি দেব না-তো বললাম। তোমরা যদি রাজি থাকো…। ওই কুমিল্লা নাম নিলেই মোশতাকের কথা মনে ওঠে।’

বাহার বলেন, ‘কোনো কুলাঙ্গারের নামে দেশের পরিচয় হয় না আপা। বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধুর ওপর। মোনায়েম খানের ওপর না। বঙ্গবন্ধুকেই চিনে সারা বিশ্ব। বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। কোনো কুলাঙ্গারের নামে না।’

পরে বাহার কথা বলতে চাইলে প্রধানমন্ত্রী তাঁকে থামান। বলেন, ‘তুমি যদি কুমিল্লা বলো, তাহলে শুধু কুমিল্লা হবে কেন? চাঁদপুর বলে আমার নাম হবে। নোয়াখালী বলে আমাদের নাম। কারণ নোয়াখালী সব থেকে পুরোনো একটা…। কুমিল্লা তো ত্রিপুরার ভগ্নাংশ।’

এ সময় বাহার বলেন, ‘এতগুলো বিভাগ দিয়েছেন। কোথাও সমস্যা হয়নি। কুমিল্লা এসে সমস্যা কেন হবে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ফরিদপুর বিভাগ করব পদ্মা নামে। কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। কারণ পদ্মা-মেঘনা-যমুনা। তোমার আমার ঠিকানা। এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বিজয়ী হয়েছে।’

এ সময় বাহার আবারও বলেন, ‘আমাদের কুমিল্লার সব মানুষ, এই নামেই চায়।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নামে অন্য জেলাগুলো আসতে চায় না। আমরা চেষ্টা করেছি তো। নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া আসবে না।’

এ সময় বাহার প্রধানমন্ত্রীর কাছে জানতে চান সিলেটের বিষয়ে কি সবার কাছে জিজ্ঞেস করে দিয়েছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ জিজ্ঞেস করেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে তুমি সবার কাছ থেকে লেখায় আনো।’ জবাবে বাহার বলেন, ‘আপনি দিলেই মানবে। আপনি মুখ দিয়ে বললে সব হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া চায় তাদের নাম হোক, ফেনীও তাদের নাম চায়। চাঁদপুর নামটা তো আরও সুন্দর। কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা। এটা ভুলে যেও না। এখনো পুরোনো কাগজে ত্রিপুরা লেখা আছে। পুরোনো দলিলে ত্রিপুরা লেখা আছে। আমার প্রস্তাব রাখলাম, যদি পছন্দ হয় ভালো। না হলে হবে না। আমি কী করব। আমাদের দুটি বড় নদী। এই নামগুলো সম্মান দিয়ে রাখতে চাই। যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই নাম রাখতে চাই।’

কুমিল্লার সাম্প্রতিক ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় যে ঘটনাটি ঘটে গেছে, সেটা বড়ই দুঃখজনক। মানবধর্মকে সম্মান করা ইসলামের শিক্ষা। নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার আছে, অন্যের ধর্মকেও কেউ হেয় করতে পারে না। যারা অন্যের ধর্মকে অবমাননা করতে গিয়ে পবিত্র কোরআন শরিফকে অবমাননা করেছে, সেটা দুঃখজনক।’

উদ্বোধন হওয়া আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত থেকে অনুষ্ঠানে যোগ দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাংসদদের মধ্যে অ্যাডভোকেট আবুল হাসেম খান, ইউসুফ আবদুল্লাহ হারুন, ডা. প্রাণ গোপাল দত্ত, নাসিমুল আলম চৌধুরী নজরুল, এ্যারোমা দত্তসহ দলীয় নেতা-কর্মী ও নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত