নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কুমিল্লা প্রতিনিধি
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীকে নিয়ে নতুন বিভাগ হবে। এর নাম হবে মেঘনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি কুমিল্লা নামে দেব না। কারণ এই নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। সেই জন্য আমি দেব না।’
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘বিভাগের বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। দুইটা বিভাগ বানাব। দুইটা নদীর নামে। একটা পদ্মা, আরেকটা মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।’
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘আপা আমি একটু বলতে চাই। কুমিল্লার নামে করেন।’
এ সময় উপস্থিত জেলার দলের সাংসদ ও নেতা-কর্মীরা হাত নেড়ে সমস্বরে প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কু নাম দেব না আমি। কুমিল্লা দেব না।’ এ সময় বাহার আবারও প্রধানমন্ত্রীর কাছে একই দাবি করেন।
শেখ হাসিনা বলেন, ‘না, আমি দেব না-তো বললাম। তোমরা যদি রাজি থাকো…। ওই কুমিল্লা নাম নিলেই মোশতাকের কথা মনে ওঠে।’
বাহার বলেন, ‘কোনো কুলাঙ্গারের নামে দেশের পরিচয় হয় না আপা। বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধুর ওপর। মোনায়েম খানের ওপর না। বঙ্গবন্ধুকেই চিনে সারা বিশ্ব। বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। কোনো কুলাঙ্গারের নামে না।’
পরে বাহার কথা বলতে চাইলে প্রধানমন্ত্রী তাঁকে থামান। বলেন, ‘তুমি যদি কুমিল্লা বলো, তাহলে শুধু কুমিল্লা হবে কেন? চাঁদপুর বলে আমার নাম হবে। নোয়াখালী বলে আমাদের নাম। কারণ নোয়াখালী সব থেকে পুরোনো একটা…। কুমিল্লা তো ত্রিপুরার ভগ্নাংশ।’
এ সময় বাহার বলেন, ‘এতগুলো বিভাগ দিয়েছেন। কোথাও সমস্যা হয়নি। কুমিল্লা এসে সমস্যা কেন হবে?’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ফরিদপুর বিভাগ করব পদ্মা নামে। কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। কারণ পদ্মা-মেঘনা-যমুনা। তোমার আমার ঠিকানা। এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বিজয়ী হয়েছে।’
এ সময় বাহার আবারও বলেন, ‘আমাদের কুমিল্লার সব মানুষ, এই নামেই চায়।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নামে অন্য জেলাগুলো আসতে চায় না। আমরা চেষ্টা করেছি তো। নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া আসবে না।’
এ সময় বাহার প্রধানমন্ত্রীর কাছে জানতে চান সিলেটের বিষয়ে কি সবার কাছে জিজ্ঞেস করে দিয়েছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ জিজ্ঞেস করেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে তুমি সবার কাছ থেকে লেখায় আনো।’ জবাবে বাহার বলেন, ‘আপনি দিলেই মানবে। আপনি মুখ দিয়ে বললে সব হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া চায় তাদের নাম হোক, ফেনীও তাদের নাম চায়। চাঁদপুর নামটা তো আরও সুন্দর। কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা। এটা ভুলে যেও না। এখনো পুরোনো কাগজে ত্রিপুরা লেখা আছে। পুরোনো দলিলে ত্রিপুরা লেখা আছে। আমার প্রস্তাব রাখলাম, যদি পছন্দ হয় ভালো। না হলে হবে না। আমি কী করব। আমাদের দুটি বড় নদী। এই নামগুলো সম্মান দিয়ে রাখতে চাই। যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই নাম রাখতে চাই।’
কুমিল্লার সাম্প্রতিক ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় যে ঘটনাটি ঘটে গেছে, সেটা বড়ই দুঃখজনক। মানবধর্মকে সম্মান করা ইসলামের শিক্ষা। নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার আছে, অন্যের ধর্মকেও কেউ হেয় করতে পারে না। যারা অন্যের ধর্মকে অবমাননা করতে গিয়ে পবিত্র কোরআন শরিফকে অবমাননা করেছে, সেটা দুঃখজনক।’
উদ্বোধন হওয়া আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত থেকে অনুষ্ঠানে যোগ দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাংসদদের মধ্যে অ্যাডভোকেট আবুল হাসেম খান, ইউসুফ আবদুল্লাহ হারুন, ডা. প্রাণ গোপাল দত্ত, নাসিমুল আলম চৌধুরী নজরুল, এ্যারোমা দত্তসহ দলীয় নেতা-কর্মী ও নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীকে নিয়ে নতুন বিভাগ হবে। এর নাম হবে মেঘনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি কুমিল্লা নামে দেব না। কারণ এই নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। সেই জন্য আমি দেব না।’
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘বিভাগের বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। দুইটা বিভাগ বানাব। দুইটা নদীর নামে। একটা পদ্মা, আরেকটা মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।’
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘আপা আমি একটু বলতে চাই। কুমিল্লার নামে করেন।’
এ সময় উপস্থিত জেলার দলের সাংসদ ও নেতা-কর্মীরা হাত নেড়ে সমস্বরে প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কু নাম দেব না আমি। কুমিল্লা দেব না।’ এ সময় বাহার আবারও প্রধানমন্ত্রীর কাছে একই দাবি করেন।
শেখ হাসিনা বলেন, ‘না, আমি দেব না-তো বললাম। তোমরা যদি রাজি থাকো…। ওই কুমিল্লা নাম নিলেই মোশতাকের কথা মনে ওঠে।’
বাহার বলেন, ‘কোনো কুলাঙ্গারের নামে দেশের পরিচয় হয় না আপা। বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধুর ওপর। মোনায়েম খানের ওপর না। বঙ্গবন্ধুকেই চিনে সারা বিশ্ব। বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। কোনো কুলাঙ্গারের নামে না।’
পরে বাহার কথা বলতে চাইলে প্রধানমন্ত্রী তাঁকে থামান। বলেন, ‘তুমি যদি কুমিল্লা বলো, তাহলে শুধু কুমিল্লা হবে কেন? চাঁদপুর বলে আমার নাম হবে। নোয়াখালী বলে আমাদের নাম। কারণ নোয়াখালী সব থেকে পুরোনো একটা…। কুমিল্লা তো ত্রিপুরার ভগ্নাংশ।’
এ সময় বাহার বলেন, ‘এতগুলো বিভাগ দিয়েছেন। কোথাও সমস্যা হয়নি। কুমিল্লা এসে সমস্যা কেন হবে?’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ফরিদপুর বিভাগ করব পদ্মা নামে। কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। কারণ পদ্মা-মেঘনা-যমুনা। তোমার আমার ঠিকানা। এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বিজয়ী হয়েছে।’
এ সময় বাহার আবারও বলেন, ‘আমাদের কুমিল্লার সব মানুষ, এই নামেই চায়।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নামে অন্য জেলাগুলো আসতে চায় না। আমরা চেষ্টা করেছি তো। নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া আসবে না।’
এ সময় বাহার প্রধানমন্ত্রীর কাছে জানতে চান সিলেটের বিষয়ে কি সবার কাছে জিজ্ঞেস করে দিয়েছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ জিজ্ঞেস করেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে তুমি সবার কাছ থেকে লেখায় আনো।’ জবাবে বাহার বলেন, ‘আপনি দিলেই মানবে। আপনি মুখ দিয়ে বললে সব হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া চায় তাদের নাম হোক, ফেনীও তাদের নাম চায়। চাঁদপুর নামটা তো আরও সুন্দর। কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা। এটা ভুলে যেও না। এখনো পুরোনো কাগজে ত্রিপুরা লেখা আছে। পুরোনো দলিলে ত্রিপুরা লেখা আছে। আমার প্রস্তাব রাখলাম, যদি পছন্দ হয় ভালো। না হলে হবে না। আমি কী করব। আমাদের দুটি বড় নদী। এই নামগুলো সম্মান দিয়ে রাখতে চাই। যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই নাম রাখতে চাই।’
কুমিল্লার সাম্প্রতিক ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় যে ঘটনাটি ঘটে গেছে, সেটা বড়ই দুঃখজনক। মানবধর্মকে সম্মান করা ইসলামের শিক্ষা। নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার আছে, অন্যের ধর্মকেও কেউ হেয় করতে পারে না। যারা অন্যের ধর্মকে অবমাননা করতে গিয়ে পবিত্র কোরআন শরিফকে অবমাননা করেছে, সেটা দুঃখজনক।’
উদ্বোধন হওয়া আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত থেকে অনুষ্ঠানে যোগ দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাংসদদের মধ্যে অ্যাডভোকেট আবুল হাসেম খান, ইউসুফ আবদুল্লাহ হারুন, ডা. প্রাণ গোপাল দত্ত, নাসিমুল আলম চৌধুরী নজরুল, এ্যারোমা দত্তসহ দলীয় নেতা-কর্মী ও নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫