Ajker Patrika

তৃতীয় ঢেউয়ের শঙ্কায় ভারত মোকাবিলায় প্রস্তুতি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮: ৩০
তৃতীয় ঢেউয়ের শঙ্কায় ভারত মোকাবিলায় প্রস্তুতি

ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন গত বৃহস্পতিবার দুজনের মধ্যে শনাক্ত হয়েছে, যাঁদের একজনের সম্প্রতি বিদেশ ভ্রমণের রেকর্ড নেই। অর্থাৎ দেশটিতে ওমিক্রনের কমিউনিটি সংক্রমণ বা ব্যাপক হারে সংক্রমণ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু পর্যাপ্ত টিকা এবং এপ্রিল-জুনে ডেলটায় প্রায় ৭০ শতাংশ মানুষ আক্রান্ত হয়ে যাওয়ায়, ওমিক্রন ভারতে তেমন একটি বিক্রম দেখাতে পারবে না বলে আশা প্রকাশ করা হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকাল প্রকাশিত এক বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, ওমিক্রনের ভয়াবহতা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বিষটির বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে এখনো কাজ চলছে।

রয়টার্সের তথ্যমতে, ভারত ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক নাগরিকের অর্ধেকের বেশি বা ৯৪ কোটি ৪০ লাখ মানুষকে দুই ডোজ টিকা দিয়েছে। তা ছাড়া, অন্তত এক ডোজ টিকা পেয়েছে এমন ব্যক্তিদের গণনায় ধরলে দেশটির প্রায় ৮৪ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। অন্যদিকে ১২-১৭ বয়সী সাড়ে ১৪ কোটি শিশুকেও শিগগির টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ১৩৮ কোটি জনসংখ্যার দেশ ভারত।

ডেলটার অভিজ্ঞতা থেকে ওমিক্রনও ভারতে তৃতীয় ঢেউয়ের সূচনা করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির জুনিয়র ডাক্তারেরা। এ রকম পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে জনবল বাড়ানোর দাবিতে গতকাল কর্মবিরতিতে গেছে জুনিয়র ডাক্তারদের একাংশ। দিল্লিতে ড. রাম মনোহর লোহিয়া হাসপাতালের সামনে প্রতিবাদ বিক্ষোভের সময় ‘আমরা ন্যায়বিচার চাই’, ‘আমরা রোবট নই, মানুষ’ বলে তাঁদের স্লোগান দিতে দেখা গেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মনসুখ মান্ডাভিয়ার সঙ্গে রয়টার্সের তরফে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। চিঠিতে বলা হয়, আমাদের হাসপাতালগুলোয় আবাসিক ডাক্তারসংকট ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার নতুন ঢেউয়ের সম্ভাবনা বাড়ছে, যা বিপর্যয়কর পরিস্থিতি তৈরির সমূহ সম্ভাবনা রয়েছে।

এক দশকের মধ্যে ভারতের ডাক্তারের সংখ্যা রেকর্ডসংখ্যক বাড়ানো হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বর্তমানে রোগী অনুপাতে ডাক্তারের সংখ্যার দিক থেকে ভারত বিশ্বের সবচেয়ে খারাপ দেশগুলোর অন্যতম।

কয়েক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা গড়ে ১০ হাজারের মধ্যে স্থিতিশীল রয়েছে। গতকাল শনাক্ত হয়েছে ৯ হাজার ২১৬ জনের। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৬২ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ১১৫ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত