Ajker Patrika

স্ত্রীকে গলাটিপে হত্যা, ছেলেকে নদীতে নিক্ষেপ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৯: ৫৪
স্ত্রীকে গলাটিপে হত্যা, ছেলেকে নদীতে নিক্ষেপ

মুলাদীতে স্ত্রীকে হত্যা ও ছেলেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বেদে সম্প্রদায়ের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার নাজিরপুর নৌ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেদে আবুল বাশার সরদার স্ত্রী পপি আক্তারকে হত্যার কথা স্বীকার করেন। গতকাল রোববার রাত ৯টার দিকে বোয়ালিয়া এলাকায় নদীতে নৌকায় এই হত্যার ঘটনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আড়িয়াল খাঁ নদীর নাজিরপুর পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

মুলাদী থানার উপপরিদর্শক ইউসুফ জানান, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে জেলে ও স্থানীয় বাসিন্দারা নদীতে লাশ ভাসতে দেখে থানা-পুলিশ ও নৌ পুলিশকে সংবাদ দেয়। পরে নাজিরপুর ফাঁড়ি এলাকা থেকে পপি আক্তারের লাশ উদ্ধার করা হয়। বেদেদের সংবাদ দিলে পপির মরদেহ স্বজনেরা শনাক্ত করেন।

হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ রোববার রাতেই আবুল বাশার সরদারকে আটক করে।

ওই ঘটনায় পপির ভাই চুন্নু সরদার বাদী হয়ে রোববার রাতে মুলাদী থানায় মামলা করেন। পরে মামলাটি নাজিরপুর নৌ থানায় হস্তান্তর করা হলে পুলিশ আবুল বাশারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

নাজিরপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান, আবুল বাশার সরদার তার স্ত্রীকে গলা টিপে হত্যা এবং ছেলে তুহিনকে নদীতে ফেলার কথা স্বীকার করেছেন। এখন পর্যন্ত তুহিনের সন্ধান পাওয়া যায়নি।।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত