ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিবাদী, শক্তিশালী আর তাৎপর্যপূর্ণ নারী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণ ভারতীয় মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভথু। শুধু অভিনয় নয়, সিনেমার ভাষা নিয়ে কথা বলেও দক্ষিণ ভারতের প্রতিবাদী অভিনেত্রী হিসেবে পরিচিতি মিলেছে।
বাবা পি বিনোদ কুমার কেরালার নামকরা আইনজীবী। অনেকে ভাবেন সাহসটা পারিবারিক সূত্রেই পেয়েছেন পার্বতী। সিনেমা থেকে বাদ পড়েন এমন ভয় তাঁকে কখনো ছোঁয়নি। মুখে কিছু আটকায় না বলে ঝামেলায়ও কম পড়েননি। তবু পুরুষতান্ত্রিক, লিঙ্গবৈষম্যমূলক, আগ্রাসী চরিত্রগুলোর বিরুদ্ধে সোচ্চার তিনি। সহশিল্পী হয়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রির বড় তারকা মামুত্তির সঙ্গে। মামুত্তির ছেলে দুলকার ভালো বন্ধু পার্বতীর। সেই মামুত্তিকেই খোলা চিঠি দিয়ে বলেছেন, ‘আপনার করা চরিত্রগুলো সমাজে প্রভাব ফেলে। এ ধরনের পুরুষতান্ত্রিক চরিত্রগুলো করে সমাজে নারীদের আরও কোণঠাসা করছেন আপনি।’
একই কারণে বিজয় দেবারাকোন্ডা অভিনীত ‘অর্জুন রেড্ডি’ সিনেমার তুমুল সমালোচনা করেন পার্বতী। যার কারণে সাইবার বুলিং, এমনকি মৃত্যুর হুমকিও শুনেছেন বিজয়ভক্তদের কাছে। তবে পার্বতীর তাতে থোড়াই কেয়ার। বলিউডের করণ জোহরকেও টুইট করে জানিয়েছেন, সিনেমায় নারী চরিত্রকে তিনি যথার্থভাবে দেখাচ্ছেন না।
নিজে যেমন নারীর অধিকার নিয়ে কথা বলেন, অভিনয়ও করেন তেমন সিনেমায়, অন্যদের উৎসাহ দেন এই ধরনের সিনেমা নির্মাণে। তিনি মনে করেন, ‘অভিনয় শুধু পয়সা উপার্জন নয়, সমাজ পরিবর্তনেরও মাধ্যম।’ তাই বড় বাজেটে পুতুল হয়ে নায়কের পাশে ঘোরাঘুরি না করে ছোট বাজেট হলেও সমাজে কী বার্তা দেয় তা দেখে সিনেমা করতে চান তিনি।
আট বছর অভিনয়ের পর সফলতা ধরা দেয় পার্বতীর কাছে। জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘বেঙ্গালুরু ডেজ’-এ হুইলচেয়ারে বসা ‘আরজে সারা’কে ভীষণ পছন্দ করেন দর্শক। পরের বছরই ‘চার্লি’তে ‘টেসা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন এই অভিনেত্রী। ২০১৭ সালে ‘টেক অফ’ সিনেমার ‘সামিরা’ চরিত্রটিও দর্শকের হৃদয়ে গেঁথে যায়। অনেকের মতে, মালয়ালম সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী এখন তিনি। তাঁকে দেখা গেছে দক্ষিণ ভারতের ‘নোটবুক’, ‘মিলানা’, ‘পু’, ‘সিটি অব গড’, ‘মারিয়ান’, ‘উত্তমা ভিলেন’, ‘উয়ারে’, ‘ভাইরাস’ সিনেমাগুলোতেও। তবে বলিউড তাঁকে চেনে ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমায় ইরফান খানের নায়িকা হিসেবে।
ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিবাদী, শক্তিশালী আর তাৎপর্যপূর্ণ নারী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণ ভারতীয় মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভথু। শুধু অভিনয় নয়, সিনেমার ভাষা নিয়ে কথা বলেও দক্ষিণ ভারতের প্রতিবাদী অভিনেত্রী হিসেবে পরিচিতি মিলেছে।
বাবা পি বিনোদ কুমার কেরালার নামকরা আইনজীবী। অনেকে ভাবেন সাহসটা পারিবারিক সূত্রেই পেয়েছেন পার্বতী। সিনেমা থেকে বাদ পড়েন এমন ভয় তাঁকে কখনো ছোঁয়নি। মুখে কিছু আটকায় না বলে ঝামেলায়ও কম পড়েননি। তবু পুরুষতান্ত্রিক, লিঙ্গবৈষম্যমূলক, আগ্রাসী চরিত্রগুলোর বিরুদ্ধে সোচ্চার তিনি। সহশিল্পী হয়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রির বড় তারকা মামুত্তির সঙ্গে। মামুত্তির ছেলে দুলকার ভালো বন্ধু পার্বতীর। সেই মামুত্তিকেই খোলা চিঠি দিয়ে বলেছেন, ‘আপনার করা চরিত্রগুলো সমাজে প্রভাব ফেলে। এ ধরনের পুরুষতান্ত্রিক চরিত্রগুলো করে সমাজে নারীদের আরও কোণঠাসা করছেন আপনি।’
একই কারণে বিজয় দেবারাকোন্ডা অভিনীত ‘অর্জুন রেড্ডি’ সিনেমার তুমুল সমালোচনা করেন পার্বতী। যার কারণে সাইবার বুলিং, এমনকি মৃত্যুর হুমকিও শুনেছেন বিজয়ভক্তদের কাছে। তবে পার্বতীর তাতে থোড়াই কেয়ার। বলিউডের করণ জোহরকেও টুইট করে জানিয়েছেন, সিনেমায় নারী চরিত্রকে তিনি যথার্থভাবে দেখাচ্ছেন না।
নিজে যেমন নারীর অধিকার নিয়ে কথা বলেন, অভিনয়ও করেন তেমন সিনেমায়, অন্যদের উৎসাহ দেন এই ধরনের সিনেমা নির্মাণে। তিনি মনে করেন, ‘অভিনয় শুধু পয়সা উপার্জন নয়, সমাজ পরিবর্তনেরও মাধ্যম।’ তাই বড় বাজেটে পুতুল হয়ে নায়কের পাশে ঘোরাঘুরি না করে ছোট বাজেট হলেও সমাজে কী বার্তা দেয় তা দেখে সিনেমা করতে চান তিনি।
আট বছর অভিনয়ের পর সফলতা ধরা দেয় পার্বতীর কাছে। জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘বেঙ্গালুরু ডেজ’-এ হুইলচেয়ারে বসা ‘আরজে সারা’কে ভীষণ পছন্দ করেন দর্শক। পরের বছরই ‘চার্লি’তে ‘টেসা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন এই অভিনেত্রী। ২০১৭ সালে ‘টেক অফ’ সিনেমার ‘সামিরা’ চরিত্রটিও দর্শকের হৃদয়ে গেঁথে যায়। অনেকের মতে, মালয়ালম সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী এখন তিনি। তাঁকে দেখা গেছে দক্ষিণ ভারতের ‘নোটবুক’, ‘মিলানা’, ‘পু’, ‘সিটি অব গড’, ‘মারিয়ান’, ‘উত্তমা ভিলেন’, ‘উয়ারে’, ‘ভাইরাস’ সিনেমাগুলোতেও। তবে বলিউড তাঁকে চেনে ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমায় ইরফান খানের নায়িকা হিসেবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫